“ময়মনসিংহ সদরের চরাঞ্চলে বাঁধের কারণে জলাবদ্ধতা, ক্ষতিগ্রস্তদের মানববন্ধন”
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ সদরের চরাঞ্চলে খাল ও বিলের পানির স্বাভাবিক প্রবাহে বাঁধ নির্মাণ করে জলাবদ্ধতা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট ২০২৫) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোররচর ও পরানগঞ্জ ইউনিয়নের ভুক্তভোগী শতাধিক সাধারণ মানুষ এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, অপরিকল্পিতভাবে বাঁধ তৈরির কারণে জমিতে পানি জমে কৃষি কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে এলাকার কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন। দ্রুত বাঁধ ভেঙে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার জন্য জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক মুফিদুল আলমের বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এলাকাবাসীর পক্ষে স্মারকলিপিতে স্বাক্ষর করেন মোঃ খলিলুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন বোররচর ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আনোয়ার হোসেন আনু এবং ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি মুহাদ্দিস মাওলানা মোফাজ্জল হক আকন্দ। তারা বলেন, “খালের পানির প্রবাহ বন্ধ করে দেওয়ায় জমিতে দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা তৈরি হয়েছে। কৃষকরা ফসল রোপণ করতে পারছেন না।”
মানববন্ধনের পরপরই জেলা প্রশাসক মুফিদুল আলম বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য তাৎক্ষণিকভাবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্সকে নির্দেশ দেন।