মধুপুর পৌরশহরে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অভিযান
বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুর পৌরশহরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
উল্লেখ্য, কিছু দিন আগে পৌর প্রশাসক কর্তৃক মাইকিং এর মাধ্যমে সতর্ক করা হয় যাতে মধুপুর পৌরসভায় ফুটপাত দখল করে জনগণের চলার পথে দোকান বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা না হয়।
কিন্তু মাইকিং এর সুফল পৌরবাসী পায়নি বিধায় আজ সোমবার (২৫ আগষ্ট) বিকেলে, সাথী মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং রাস্তায় রাখা মালামাল জব্দ করা হয়েছে। এছাড়া কিছু ব্যবসায়ী ফুটপাতের টাইলস নষ্ট করায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মীর্জা জুবায়ের হোসেন।
উক্ত অভিযানে সহযোগিতা করেন, মধুপুর থানার এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে চৌকস পুলিশ সদস্যের একটি দল।
জনস্বার্থে এ ধরনের অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলেও তিনি জানান।