“ময়মনসিংহে অপরাধ দমনে সফল কোতোয়ালি থানার ওসি শিবিরুল ইসলাম”
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
একসময় অপরাধপ্রবণ নগরী হিসেবে পরিচিত ছিল ময়মনসিংহ। চুরি, ছিনতাই, চাঁদাবাজি, ইভটিজিং, সন্ত্রাস ও মাদক ব্যবসায় সাধারণ মানুষ ছিলেন নিত্য আতঙ্কে। প্রশাসনের ব্যর্থতায় শহরজুড়ে অপরাধীরা গড়ে তুলেছিলো নিরাপদ আশ্রয়, ফলে নগরবাসীর মনে তৈরি হয়েছিলো ভীতিকর পরিবেশ।
এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পান মোহাম্মদ শিবিরুল ইসলাম। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি অপরাধ দমনে কঠোর অবস্থান নেন। নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি ও কৌশলগত পদক্ষেপের ফলে মাদক, চাঁদাবাজি ও ছিনতাইসহ নানা অপরাধ কার্যক্রমে এসেছে দৃশ্যমান পরিবর্তন।
স্থানীয়দের মতে, ওসি শিবিরুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর থেকে রাত-দিন মাঠে থেকে কাজ করছেন। যার ফলে অল্প সময়েই অপরাধীদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক, অপরদিকে সাধারণ মানুষ পেয়েছেন স্বস্তির নিশ্বাস। ব্যবসায়ী, শিক্ষার্থী ও অভিভাবকেরা বলছেন, নগরীর বিভিন্ন এলাকা এখন অনেকটাই নিরাপদ হয়ে উঠেছে।
সোমবার (২৫ আগস্ট ২০২৫) আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, ওসি মোহাম্মদ শিবিরুল ইসলামের নেতৃত্বে কোতোয়ালি মডেল থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে এসেছে উল্লেখযোগ্যভাবে। বিশেষ করে মাদক ও ছিনতাইয়ের মতো সামাজিক ব্যাধি মোকাবিলায় তিনি গড়ে তুলেছেন বিশেষ টিম, যারা প্রতিদিনই অভিযান পরিচালনা করছে।
নগরবাসীর প্রত্যাশা, বর্তমান এই ধারা অব্যাহত থাকলে ময়মনসিংহ শহর আবারও শান্তি ও নিরাপত্তার নগরীতে পরিণত হবে।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত