“ময়মনসিংহ নান্দাইলে এনসিপি থেকে চার নেতার একযোগে পদত্যাগ”
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে একযোগে পদত্যাগ করেছেন উপজেলা সমন্বয় কমিটির চার নেতা। দলের আদর্শ ও নীতিনৈতিকতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার (২৫ আগস্ট ২০২৫) পদত্যাগকারী চার নেতা সাংবাদিকদের কাছে তাদের স্বাক্ষরিত পদত্যাগপত্রের অনুলিপি তুলে ধরেন। এর আগে তারা লিখিত পদত্যাগপত্র দলটির প্রধান সমন্বয়কারী ফাইজুল ইসলামের নিকট জমা দেন।
পদত্যাগকারী নেতারা হলেন— উপজেলা সমন্বয় কমিটির সদস্য মোঃ কাওছার আহম্মেদ জিসান, আশেক আলী মণ্ডল, শেখ সাদি ও মোহাম্মদ উল্লাহ।
পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, “আমরা এনসিপির বিভিন্ন দায়িত্ব পালন করেছি। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি, দলটির মধ্যে প্রয়োজনীয় নীতি, আদর্শ ও নৈতিকতা অনুপস্থিত। এ কারণেই আমরা দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”
এ বিষয়ে নান্দাইল উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ফাইজুল ইসলাম বলেন, “আমি এখনো বিষয়টি জানি না। কারা পদত্যাগ করেছেন বা কেন পদত্যাগ করছেন, সেটিও আমার জানা নেই।”
উল্লেখ্য, গত জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। গঠনের পর থেকেই দলটি অভ্যন্তরীণ মতবিরোধ ও সংগঠনিক সংকটে পড়েছে বলে অভিযোগ উঠেছে।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত