আমঝুপী ইউনিয়ন পরিষদ আয়োজিত ওয়ার্ড ভিত্তিক ফুটবল ট্রুনামেন্ট-২০২৫ খেলায় দুই পক্ষের সংঘর্ষ
মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুর সদর উপজেলা আমঝুপী ইউনিয়ন পরিষদের আয়োজিত ওয়ার্ড ভিত্তিক ফুটবল ট্রুনামেন্ট-২০২৫ খেলা অনুষ্ঠিত হয়, গত ২১ আগষ্ট-২০২৫ দ্বিতীয় সেমিনার খেলা হিজুলী গ্রাম বনাম খোকসা গ্রামের খেলা চাঁদবিল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল ৫ টার সময় অনুষ্ঠিত হয়, খেলার শেষের দিকে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়,খেলা শেষে হিজুলী গ্রামের লোকজন আলগামন ও মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় চাঁদবিল মসজিদ মোড়ে উপস্থিত হওয়া মাত্র উক্ত কথা কাটাকাটি সূত্র ধরে পূর্ব থেকে ওৎ পেতে থাকা চাঁদবিল গ্রামের মাহফুজ, মোস্তাক,রিয়ন,সজল,বিপ্লব-২, আপন,বিপ্লব-২ সহ আরো অজ্ঞাত ১৫/২০ জন লোহার এ্যাঙ্গেল,লোহার রড়,হাতুড়ি, বাঁশের লাঠি ও ইট হতে করে হিজুলী গ্রামে উপর গতিরোধ করে হঠাৎ মারপিট ও আক্রমণ করে, হিজুলী গ্রামের ওমর ছনি (৩০) মোটরসাইকেল আরোহী সামনে পেয়ে চাঁদবিল গ্রামের রিয়নের হুকুমে মাহফুজ হাতে থাকা লোহার এ্যাঙ্গেল দিয়ে ওমর ছনির মাথা বরাবর আঘাত করে এবং মোস্তাকের হাতে থাকা লোহার হাতুড়ি দিয়ে ওমর ছনির মাথার পিছনে আঘাত করে ওমর ছনি গুরুতর রক্তাক্ত জখম হয়ে মাটিতে পড়ে যায়, আরো চাঁদবিলের লোকজন শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ফোলা ও কালশিরা জখম করে,অন্যান্য ১৫/২০ জন হাতে থাকা লোহার রড়,বাঁশের লাঠি দিয়ে হিজুলী গ্রামের জাব্বারুল ইসলাম, আনারুল চৌকিদার, রকিবুল ইসলাম কে মারধর করে, পরে হিজুলী গ্রামের লোকজনের ডাক চিৎকার শুনে আশেপাশে থাকা লোকজন ছুটে আসে, তখন চাঁদবিলের লোকজন হুমকি দিয়ে পালিয়ে যায়, পরে হিজুলী গ্রামের রক্তাক্ত জখম ওমর ছনিকে উদ্ধার করে আগলামন যোগে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে, হাসপাতাল কর্তৃপক্ষ ওমর ছনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন, অত্র বিষয়ে ওমর ছনির ভাই আব্দুল হামিদ বাদি হয়ে মেহেরপুর থানায় চাঁদবিলের লোকজনের বিরুদ্ধে মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা নিতে অস্বীকার করে, পরে ওমর ছনির ভাই ২৬ আগষ্ট-২০২৫ তারিখ মেহেরপুর বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন, বিজ্ঞ আদালত সকল বিষয় আমলে নিয়ে মেহেরপুর সদর থানাকে আসামিদের হাজির করতে আদেশ দেন।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত