দাড়ি রাখা ও বোরকা পরার জন্য শাস্তি পেতে হয় এই অবস্থা আমরা চায়নি– মুফতি আলী হাসান উসামা
আখলাক হুসাইন, সিলেট জেলা প্রতিনিধি:
খেলাফত মজলিসের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, জনপ্রিয় ইসলামী আলোচক মুফতি আলী হাসান উসামা বলেছেন, দাড়ি রাখা এবং মেয়েরা বোরকা পরার জন্য শাস্তি পেতে হবে বাংলাদেশে এঅবস্থা আমরা কখনো চাইনি, এটা ব্যক্তি স্বাধীনতা নয়, বরং ব্যক্তি স্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতার উপর ঘৃণ্য হস্তক্ষেপ। শতকরা ৯২ ভাগ মুসলমানদের এই দেশে যারা ইসলামকে পছন্দ করেন না, তারা গণমানুষের প্রতিনিধিত্ব করার অধিকার রাখেন না। তিনি আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে যারা কটাক্ষ করছেন তারা ভেবে চিন্তে কথা বলা দরকার, কারণ জুলাই গণঅভ্যুত্থান না হলে আজ আপনারা স্বাধীনভাবে কথাও বলতে পারতেন না। তিনি বলেন, ইনশাআল্লাহ আগামাী নির্বাচনে সাধারণ মানুষ কোনো ইসলাম বিদ্ধেষীকে তাদের প্রতিনিধি হিসেবে গ্রহণ করবে না।
বুধবার (২৬ আগষ্ট) বিকেলে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার উইনিয়ন কমপ্লেক্স মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরুক্ত কথাগুলো বলেন। জৈন্তাপুর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা হাসান আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজমল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেমু মাদরাসার শায়খুল হাদীস মাওলানা রফিকুল হক থুবাঙ্গী, খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার সহ-সভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস, জেলা সহ সভাপতি এডভোকেট ফজর আলী, মহানগর শাখার উলামা বিষয়ক সম্পাদক মাওলানা ওলীউর রহমান, মাওলানা মীম সুফিয়ান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠনের জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার জোন পরিচালক মাওলানা জাহিদুর রহমান চৌধুরী, জৈন্তাপুর উপজেলা শাখার সহ-সভাপতি হাফিজ মাওলানা আরিফ আহমদ রব্বানী, মাওলানা মাশুক আহমদ মঞ্জুর, মাওলানা নুরুর রহমান, গোয়াইনঘাট উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হাসান আহমদ চৌধুরী, ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা সভাপতি মাওলানা আখলাক আহমদ, সাধারণ সম্পাদক কে এম মনসুর আহমদ, উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ মাশুক, মাওলানা বিলাল আহমদ, মাওলানা আবু আব্দুল্লাহ ফাহিম, ৫নং ফতেপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মিসবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক মাস্টার মতিউর রহমান, ইসলামী ছাত্র মজলিসের জৈন্তাপুর উপজেলা সভাপতি হোসাইন জোবায়ের।
এর আগে মুফতি আলী হাসান উসামা দিনব্যাপী ৫নং ফতেহপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং দিনশেষে হরিপুর বাজারে গণসংযোগ, লিফলেট বিতরণে অংশ গ্রহণ করেন।