নান্দাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ,
ময়মনসিংহ জেলার নান্দাইল বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আজ ২৬ আগস্ট মংগলবার একটি অভিযান পরিচালিত হয়।
এ অভিযান পরিচালনা কালে শ্রীগুরু মিষ্টান্ন ভাণ্ডার, রসের মিষ্টি, জয়গুরু মিষ্টান্ন ভাণ্ডার এবং জয়কালী মিষ্টান্ন ভাণ্ডার পরিদর্শন করেন। এসময় বাজারের সকল খাবারের দোকানকে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা ও ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রযোজ্য নীতিমালা অনুসরণের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
অভিযান চলাকালে অস্বাস্থ্যকর পরিবেশ ও পণ্যের মোড়কে যথাযথ তথ্য না থাকার কারণে শ্রীগুরু মিষ্টান্ন ভাণ্ডার এবং রসের মিষ্টি-কে পৃথকভাবে ৫০,০০০ টাকা করে মোট এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জনস্বার্থে ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে অভিযান পরিচালালনা কারি টিম জানান।