সালথায় কলেজ অফিসে
সহকারী লাশ উদ্ধার
মোঃ ইলিয়াছ খান
সালথ ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফ দিয়া গ্রামের ইজারা পাড়ায় শিপন মাতুব্বরের ঘরের খাটের উপর থেকে শাজাহান মাতুব্বর নামে এক কলেজ সব অফিস সহকারীর লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল (২৫ আগস্ট) সোমবার সন্ধ্যা ছয়টার দিকে লাশ উদ্ধার করে সালথা থানা পুলিশ।
এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান ,লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।
নিহতর বাড়ি একই এলাকা ইউসুফদিয়া গ্রাম। সে যে মৃত্যু রুহুল আমিনের পুত্র সালথার নবকাম পল্লী কলেজের অফিস সহকারী হিসাবে চাকরিরত ছিলেন।
স্থানীয়রা জানান, তারা শিপনের ঘরের মধ্যে বিছানার উপর শাজাহানের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়, পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। তারা আরো জানান, ঘটনাটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত