ইনাতগঞ্জ মাঠে রেফারির উপর হামলার প্রতিবাদে ওসমানীনগরে মানববন্ধন
ওসমানীনগর প্রতিনিধি::
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ মাঠে গত (২৫ আগস্ট) একটি ফুটবল ফাইনাল খেলার শেষ প্রান্তে অনৈতিকভাবে সিলেট জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য আছাব আলীর উপর সঙ্ঘবদ্ধভাবে হামলা করা হয়, সেই হামলার প্রতিবাদে ওসমানীগরে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। (২৭আগস্ট) বুধবার দুপুরে উপজেলার তাজপুর বাজারে সিলেট-ঢাকা মহাসড়কে ওসমানীনগর রেফারি এসোসিয়েশন ও নুনু ফুটবল একাডেমি এবং বালাগঞ্জ ওসমানীনগর খেলোয়াড় কল্যাণ সংস্থার আয়োজনে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, একজন মাঠ পরিচালনাকারী রেফারির উপর প্রকাশ্যে হামলা শুধু ব্যক্তি নয়, এটি পুরো ক্রীড়াঙ্গনের উপর আঘাত। যারা খেলাধুলাকে ভালোবাসে, যারা মাঠে ন্যায়ের প্রতীক হিসেবে রেফারিকে সম্মান করেন এই হামলা তাদের সকলকে অপমান করেছে। তারা বলেন, খেলাধুলা হচ্ছে শৃঙ্খলা ও সহনশীলতার প্রতীক। অথচ একটি স্থানীয় খেলায় সিদ্ধান্তকে কেন্দ্র করে একজন রেফারির উপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হামলাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তারা বলেন খেলাধুলাকে রাজনীতি বা সহিংসতার হাতিয়ার না বানিয়ে সমাজে ক্রীড়ার ইতিবাচক প্রভাব ছড়িয়ে দিতে হবে। তারা রেফারি আছাব আলীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সেই আহ্বান জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন,সিলেট জেলা রেফারি এসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুল আজিম, সদস্য আবদুল হাই মোসাহিদ, লিটন আহমদ, হাসানুজ্জামান মিলন, ময়নুল ইসলাম, কাউসার আহমদ , বদরুল ইসলাম, লুকু মিয়া , কাওছার মিয়া ,কবির আহমদ, আহাদ আলী হানু, সুনিল বৈদ্য, বালাগঞ্জ ওসমানীনগর খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি আকতার আহমদ, সিনিয়র সহ-সভাপতি রফিক আহমদ ,সাধারণ সম্পাদক জুবেল খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আমজাদ নুনু, ওসমানীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ফুটবলার আব্দুর রউফ আব্দুল, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং তাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ, বিএনপি নেতা নজরুল ইসলাম, নাজমুল ইসলাম, জামায়াত নেতা জাহেদ আহমদ, সাবেক ফুটবলার মকবুল হোসেন, সানজানা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা আফজল হোসেন ফজর আলী, তাজপুর ইউপি সদস্য এবং সাবেক ফুটবলার খালেদ আহমদ খুকু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন, নুরুল ইসলাম রেজন, আকিক চৌধুরী, ইউপি সদস্য আবুল কালাম, ধারাভাষ্যকার জুয়েল আহমদ নুর,আলী হোসেন রানাসহ স্থানীয় ক্রীড়া সংগঠক রাজনীতিবিদ ,শিক্ষার্থী, সুশীল সমাজ , সাংবাদিক এবং রেফারিদের বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দসহ সর্বস্তরের জনতা।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত