“পৌর পুলিশের অভিযানে শৃঙ্খলা ফিরছে ভালুকায়”
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা পৌরসভায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর পুলিশের অভিযান শুরু হয়েছে। এতে শহরের দীর্ঘদিনের যানজট নিরসনে দৃশ্যমান অগ্রগতি হয়েছে।
গত সোমবার থেকে আট সদস্যের পৌর পুলিশ দল মাঠে নামলে শহরের প্রধান সড়ক ও বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ দোকানপাট ও স্থাপনা অপসারণ করা হয়। এর ফলে ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত হয় এবং যান চলাচলে স্বাভাবিকতা ফিরে আসে। বুধবার (২৭ আগস্ট ২০২৫) দ্বিতীয় দিনের অভিযানে ভালুকা বাসস্ট্যান্ড থেকে সরকারি হাসপাতাল পর্যন্ত সড়কে উল্লেখযোগ্যভাবে যানজট হ্রাস পায়। এতে রোগী পরিবহনে সুবিধা হয় এবং পথচারীরাও নির্বিঘ্নে চলাচল করতে পারছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “ভালুকা একটি দ্রুত বর্ধনশীল শহর। অবৈধ দখল ও যানজট শহরের স্বাভাবিক চলাচল ব্যাহত করছিল। পৌর পুলিশের নিয়মিত নজরদারি ও শৃঙ্খলা রক্ষার মাধ্যমে পরিচ্ছন্ন ও বাসযোগ্য ভালুকা গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও জানান, অভিযানে কাউকে হেনস্তা করা হচ্ছে না, তবে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে তিনি স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতার আহ্বান জানান।
এদিকে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা এই উদ্যোগের প্রশংসা করেছেন। তারা বলছেন, দীর্ঘদিনের দখলদারিত্ব ও যানজট থেকে মুক্তি পাওয়ায় স্বস্তি ফিরেছে। তাদের আশা, এ কার্যক্রম অব্যাহত থাকলে ভালুকার সামগ্রিক পরিবেশ ও ব্যবসায়িক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে।
প্রশাসনের এ উদ্যোগে শহরের প্রধান সড়ক ও বাসস্ট্যান্ড এলাকায় শৃঙ্খলা ফিরেছে এবং পথচারীদের জন্য নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।