1. info@dainikagamirbangla.online : দৈনিক আগমির বাংলা : দৈনিক আগমির বাংলা
  2. info@www.dainikagamirbangla.online : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১১:০৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক আগমির বাংলা" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
আজ পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ও সমাবেশ অনুষ্ঠিত হলো। এসআই(নিঃ) মোহাম্মদ বিল্লাল মিয়া পিবিআই চিফ কর্তৃক আর্থিকভাবে পুরস্কার পেলেন শিশুকে কোলে নিয়েই ইয়াবাসহ নারী আটক মুক্তাগাছায়” গলায় কাপড় বেঁধে শ্বাসরোধে হত্যার চিহ্ন দেখা যায় বোদা উপজেলার বাঁশঝাড় সংলগ্ন পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার শিশু হত্যার বিচারের দাবিতে গফরগাঁওয়ে রেলপথ অবরোধ, বন্ধ ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল ভালুকায় গাঁজা-হেরোইনসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার ওসমানীনগরে অটোরিক্সা ছিনতাই আটক ৩ বায়েজিদ ও হালিশহর টিজিকে আধুনিক ল্যান্ডফিল্ডে রূপান্তর করা হবে: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পাঁচবিবিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা আহ্বায়ক কমিটি গঠন, ময়মনসিংহে র‍্যাব-১৪ এর অভিযানে ২০ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেফতার

সরিষাবাড়ীর মহাদান ইউপিতে প্রশাসক নিয়োগ, উপেক্ষিত প্যানেল চেয়ারম্যান প্রস্তাব

  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

সরিষাবাড়ীর মহাদান ইউপিতে প্রশাসক নিয়োগ, উপেক্ষিত প্যানেল চেয়ারম্যান প্রস্তাব

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৮নং মহাদান ইউনিয়ন পরিষদে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্যানেল চেয়ারম্যান নিয়োগের প্রস্তাব উপেক্ষা করে প্রশাসক নিয়োগ করেছে প্রশাসন। ফলে এ প্রশাসক নিয়োগ দেওয়ায় নির্বাচিত ইউপি সদস্যদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও অযৌক্তিক দাবি করে নির্বাচিত প্রতিনিধিরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে জামালপুর জেলা প্রশাসকের লিখিত নির্দেশে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতায় দায়িত্ব পালনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহছেন উদ্দিনের নেতৃত্বে উপজেলা বিআরডিপি কর্মকর্তা সালাউদ্দিন সরকার প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, সমাজ সেবা কর্মকর্তা সহ উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রহিম এবং পরিষদের নির্বাচিত তিন জন ইউপি সদস্য—লাল মিয়া, হাফিজুর রহমান ও সংরক্ষিত মহিলা সদস্য নিছমা বেগম—উপস্থিত ছিলেন।

মহাদান ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সর্বসম্মত প্রস্তাব উপেক্ষা মহাদান ইউনিয়ন পরিষদের মোট ১১ জন সদস্য মধ্য থেকে মাহবুবুর রহমান কে প্যানেল চেয়ারম্যান হিসেবে সমর্থনের মধ্য দিয়ে নির্বাচিত এ কে এম আনিছুর রহমান জুয়েল এর পরিবর্তে নির্বাচিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক এর নিকট একটি রেজুলেশন পত্র জমা দেন। কিন্তু সেই প্রস্তাব গ্রহণ না করে প্রশাসক হিসেবে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সালাউদ্দিন সরকার কে নিয়োগ দেওয়ায় ক্ষোভে অধিকাংশ ইউপি সদস্য দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি।

এ বিষয়ে সংরক্ষিত ইউপি সদস্য চায়না বেগম বলেন, “প্যানেল চেয়ারম্যান নিয়োগের জন্য আমাদের সর্বসম্মত প্রস্তাব উপেক্ষা করে প্রশাসক বসানো হয়েছে। এটি অত্যন্ত হতাশাজনক এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী।”

জানতে চাইলে ইউপি সদস্য প্রস্তাবিত মাহবুবুর রহমান বলেন, “সরিষাবাড়ী উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রস্তাবে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য নির্বাচিত জনপ্রতিনিধিদের সিদ্ধান্তে প্যানেল চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলেও মহাদান ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এটি বৈষম্যমূলক সিদ্ধান্ত।
তিনি আরোও জানান এ ঘটনায় আদালতে ১৬ জন কে বিবাদী করে মামলা দায়ের করা হয়েছে। আদালত তাদের কে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন বলে জানান তিনি।

জানতে চাইলে এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহছেন উদ্দিন বলেন, “প্রশাসক যোগদান অনুষ্ঠানে নির্বাচিত ১০ জন ইউপি সদস্য কি কারণে উপস্থিত ছিলেন না সে বিষয়ে তদন্ত করে দেখা হবে।

এ প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় সচেতন মহল ও সাধারণ জনগণও এ সিদ্ধান্তের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলছেন, নির্বাচিত প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্ত উপেক্ষা করে প্রশাসনিকভাবে চাপিয়ে দেওয়া পদক্ষেপ গ্রহণযোগ্য নয়। এতে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মনে করছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© দৈনিক আগমির বাংলা
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট