সারমিনা সাত্তারের নেতৃত্বে নান্দাইলে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একাধিক ডায়াগনস্টিক সেন্টারে ব্যাপক অনিয়ম ধরা পড়েছে। বুধবার (২৭ আগস্ট ২০২৫) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমিনা সাত্তার পুস্পিতার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নিম্নলিখিত ডায়াগনস্টিক সেন্টারগুলোকে জরিমানা করা হয়—
আব্বাস ডায়াগনস্টিক সেন্টার: জরিমানা ১,০০,০০০ টাকা
সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার: জরিমানা ১,০০,০০০ টাকা
বায়োল্যাব ডায়াগনস্টিক সেন্টার: জরিমানা ১,০০,০০০ টাকা
এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ ঔষুধ ও সরঞ্জাম ব্যবহার, লাইসেন্সবিহীন কার্যক্রমসহ বিভিন্ন অনিয়মের কারণে কয়েকটি প্রতিষ্ঠান সীলগালা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার জানান,
“জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনগণের স্বাস্থ্য সেবার মান নিয়ে কোনো প্রকার গাফিলতি বরদাশত করা হবে না।”