সালথায় ফেনসিডিল ও ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেফতার
সালথা ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় প্রক পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে - র্যাব ১০। এর একটি চৌকস দল। আজ বুধবার (২৭ আগস্ট) বিকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের চাঁদপুর হোগলাকান্দি এলাকায় অভিযান চালিয়ে ৫১ বোতল ফেনসিডিল ও ৭ পিস ইয়াবাসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ফরিদপুর কোতোয়ালি থানার, শুভারামপুর এলাকার ফরহাদ হোসেনের ছেলে, মো' নিলয় ইসলাম তাসির (২২) ও জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ জামিল আহমেদ হযরত (২৪) এর আগে, মঙ্গলবার ভোররাতে একই এলাকায় আর একটি অভিযান চালিয়ে ৬৯ বোতল সাইনসিডিল সহ আরো ও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতারা হলেন, কোতোয়ালি থানার কাপাসপুর তালতলা এলাকার নুরুজ্জামান মাঝির ছেলে মোঃ সাব্বির মাঝি (৩০) ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার কয়া গ্রামের মৃত মহর আলী মুন্সির ছেলে মোঃ আমিনুল ইসলাম বুলবুল (৪২)। অভিযানে তাদের ব্যবহারিত একটি মোটরসাইকেল ও জব্দ করা হয়।
ফরিদপুর র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক জিজ্ঞাসা বাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে র্যাব -১০ এর অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত