1. info@dainikagamirbangla.online : দৈনিক আগমির বাংলা : দৈনিক আগমির বাংলা
  2. info@www.dainikagamirbangla.online : দৈনিক আগামীর বাংলা :
শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক আগমির বাংলা" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
পরিযায়ীদের উপর অত্যাচার এবং এস আই আর ও এনআরসি চক্রান্ত বন্ধের দাবীতে -রাজ্যপালের কাছে ডেপুটেশন. আজ পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ও সমাবেশ অনুষ্ঠিত হলো। এসআই(নিঃ) মোহাম্মদ বিল্লাল মিয়া পিবিআই চিফ কর্তৃক আর্থিকভাবে পুরস্কার পেলেন শিশুকে কোলে নিয়েই ইয়াবাসহ নারী আটক মুক্তাগাছায়” গলায় কাপড় বেঁধে শ্বাসরোধে হত্যার চিহ্ন দেখা যায় বোদা উপজেলার বাঁশঝাড় সংলগ্ন পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার শিশু হত্যার বিচারের দাবিতে গফরগাঁওয়ে রেলপথ অবরোধ, বন্ধ ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল ভালুকায় গাঁজা-হেরোইনসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার ওসমানীনগরে অটোরিক্সা ছিনতাই আটক ৩ বায়েজিদ ও হালিশহর টিজিকে আধুনিক ল্যান্ডফিল্ডে রূপান্তর করা হবে: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পাঁচবিবিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা আহ্বায়ক কমিটি গঠন,

আজ পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ও সমাবেশ অনুষ্ঠিত হলো।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

আজ পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ও সমাবেশ অনুষ্ঠিত হলো।

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা, পশ্চিমবঙ্গ,
আজ ২৮শে আগস্ট বৃহস্পতিবার, ঠিক দুপুর বারোটায়, কলকাতার মহাত্মা গান্ধীর মূর্তির সামনে ও মেয়ো রোডের সংযোগস্থলে, মন্ত্রী, সাংসদ ,বিধায়ক, কাউন্সিলর সকলের উপস্থিতিতে এবং ছাত্র পরিষদের সকল সদস্যদের উপস্থিতিতে– পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ও সমাবেশ অনুষ্ঠিত হলো।

জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে এবং শহীদ বেদীতে মালা দিয়ে আজকের এই ছাত্র সমাবেশের শুভ সূচনা হলো,

শহীদ স্মরণে ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ত্রিরাঙ্কুর ভট্টাচার্য, বৈশ্যানর চট্টোপাধ্যায়, সন্দীপ রঞ্জন বক্সী, সুব্রত বক্সী, অশোক মিত্র, অভিরূপ সহ অন্যান্যরা।

আজকের জনসভায় উপস্থিত ছিলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ছাত্র পরিষদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, কলকাতার মহানাগরীক ফিরহাদ হাকিম, সাংসদ মালা রায়, মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী সুজিত বোস, মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, বিধায়ক দেবাশীষ কুমার, মন্ত্রী শশী পাঁজা, সাংসদ শুভাশিস চক্রবর্তী, মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, সায়নী ঘোষ, জুন মালিয়া, ছাত্র পরিষদের সভাপতি ত্রিরাঙ্কুর ভট্টাচার্য, বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি, অতীন ঘোষ,সহ একাধিক মন্ত্রী, বিধায়ক, বিধায়িকা ও কাউন্সিলরাও উপস্থিত ছিলেন।

মঞ্চে উপস্থিত সকল অতিথিদের উত্তরীয় ব্যাচ পড়িয়ে এবং পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করেন।

সভ শুরুর আগে থেকেই কালো মেঘ করে বৃষ্টি শুরু হলেও, ছাত্র পরিষদের সদস্যরা এতোটুকু বিচলিত হননি এমনকি মিছিল বন্ধ করেননি, বিভিন্ন রকম প্রসেশনের মধ্য দিয়ে, ঢাক ঢোল বাদ্য সহকারে ছাত্র পরিষদের সদস্যরা মিছিল করে সভায় আসেন, বেশ কিছু সরকারি বাসো তুলে নেন, মিছিলে থাকতে থাকতেই জয়ধ্বনি শুনতে পাওয়া যায়,,, জয় বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জয়।

সভা শুরুর প্রথম থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বিরোধীদলের উপর তীব্র প্রতিবাদ জানালেন, এমন কি তিনি বলেন, জনগণ আমাদের পাশে আছে, জনগণ উন্নয়ন দেখে, তৃণমূল উন্নয়ন করে, ভাঁওতা দেয় না, কেন্দ্রীয় সরকার একের পর এক প্রকল্পের টাকা আটকে গরিব মানুষের পেটে লাথি মারছে, আর তৃণমূল নেতা মন্ত্রীদের ইডি সিবিআই এর ভয় দেখাচ্ছে, তৃণমূল সরকার ই ডি সি বি আই এর ভয় পায় না, আর এখন একটা নতুন খেলা খেলেছে, এস আই আর নিয়ে, ভোট বাতিল নিয়ে, শুধু একটা কথা বলে রাখি , তৃণমূল সরকার বেঁচে থাকতে একটা ভোটও বাতিল হতে দেবে না, দেখতে চাই কিভাবে ভোট বাতিল করে, নাম বাতিল করে, এরপর এক এইভাবে তীর শুনলেন কেন্দ্রীয় সরকারের দিকে,

অন্যদিকে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , অভিষেক বন্দ্যোপাধ্যায় কথাগুলিকে তুলে ধরে বললেন, আমি মঞ্চে বসে অভিষেকের কথাগুলো শুনেছি,ঠিক উপযুক্ত জবাব দিয়েছে, তাই একটা কথাই বাংলার মানুষকে বলতে চাই, আপনারাই আগামী দিনের ভবিষ্যৎ, আপনারায় বিচরণ করবেন বাংলায়, তাই বলি যদি কখনো কোন কিছু দেখতে চায় ডবল ইঞ্জিন সরকার , ললিপপ সরকার, আপনারা আপনাদের একটি ডকুমেন্টও দেখাবেন না।, ও দেখবো কি করে ভোটার লিস্ট থেকে ভুটার নাম বাদ যায়, যতদিন আপনাদের হাতের ঠিকানা থাকবে ততদিন আপনারা টিকে থাকবেন এটুকু মাথায় রাখবেন।, আপনারাই ভাঙবেন, গড়বেন, লড়বেন, তৈরি করবেন, আর বাংলাকে গড়ার শপথ নিয়ে এগিয়ে যাবেন।

কারণ এই বাংলা রবীন্দ্র নজরুলের বাংলা এই বাংলা সুভাষচন্দ্রের বাংলা, এই বাংলায় মিথ্যাচারীদের ও অত্যাচারীদের ঠাঁই নাই, এই বাংলাতেই গড়ে উঠবে আপনার বাড়ির ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে।

শিক্ষিত হয়ে হবে ডাক্তার, কেউ হবে ইঞ্জিনিয়ার, কেউ হবে মাস্টারমশাই, কেউ করবে মাঠে কাজ, আপনারা ও আপনার ছেলে মেয়েরাই বিচরণ করবে সারা বাংলা জুড়ে, তারাই গড়ে তুলবে ভবিষ্যৎ, আই অস্তিত্বকে কখনো ভুলতে নাই, মায়ের আচরণ কেউ কখনো ভুলতে নয়, বাংলার মাটি থেকে এক পাও জমি ছাড়বো না,

আমরা দেশকে ভালবাসি, মাতৃভূমি কে ভালবাসি, আমরাই করব জয়, ছাত্র যৌবন ইয়ে চলো মানুষ তোমাদের পাশে আছে মানুষকে ভালোবেসো মানুষকে শ্রদ্ধা করো, ছাত্র-ছাত্রীদের ভালোবেসো, আর ডবল ইঞ্জিন, ললিপপ সরকারকে বাংলা থেকে দূর হটাও, গরিব মারা সরকারের ঠাঁই বাংলায় নাই,

আরো একটা কথা বলে রাখি আপনার পরিচয় হবে আধার কার্ড, তাই আধার কার্ডটি কম্পালসারি করা হয়েছে। আরেকটা কথা জেনে রাখবেন ইলেকশন কমিশন আসে আর যায়।, তাদের আয়ু মাত্র তিন মাস,তার পড়ে থাকে পশ্চিমবঙ্গ সরকার, সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের পাশে সব সময় থাকে মা মাটির মানুষের সরকার, সরকার উন্নয়নের জোয়ার এনে দেয়, সাধারণ মানুষের পাশে থাকে, মানুষের বিপদে থাকে, , পশ্চিমবাংলায় উন্নয়ন আছে বলেই, উন্নয়ন করি বলেই, সমাবেশ জনজোয়ার এ পরিণত হয়েছে, আমিও একদিন এই ছাত্র পরিষদ তৈরি করেছি, সেই ছাত্র পরিষদ বিহতাকার নিয়েছে, আগামী দিনে আরও নেবে।

কেন্দ্রীয় সরকারেকে আবারো জানাই, আমাদের যেমন লক্ষী ভান্ডার আছে, তেমনি আপনাদের দুর্নীতির ভান্ডারও আছে। তাই ভুলে যাবেন না, অমিত সাহ বড় বড় ভাষণ দেন, আর লজ্জা করে না, আর পরিবারের লোকেরা কোন কোন রাজ্যে কোন কোন পদে বসে আছে, ips ,কেউ আইএস, এখন বাংলাকে ললিপপ দেখাচ্ছেন, আমরা ছেড়ে কথা বলবো না, আপনারা যেমন দেখাবেন, আমরাও ঠিক তার উল্টোটা দেখাবো, আর তৃণমূল সরকার কোনদিন মাথা নোয়নি ,নোয়াবে না, দেখতে চাই কিভাবে আপনি পরিবর্তন করতে পারেন, আগামী দিনে যা ভোট পেয়েছি এবারে আরও বেশি পাবো, বিভিন্নভাবে কেন্দ্রীয় সরকারকে আক্রমণের পর, সর্বশেষে জাতীয় সংগীত গেয়ে আজকের সমাবেশ সমাপ্ত করেন।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© দৈনিক আগমির বাংলা
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট