পরিযায়ীদের উপর অত্যাচার এবং এস আই আর ও এনআরসি চক্রান্ত বন্ধের দাবীতে -রাজ্যপালের কাছে ডেপুটেশন.
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ,
আজ ২৮ শে আগস্ট বৃহস্পতিবার, ঠিক দুপুর দেড়টায়, অল ইন্ডিয়া মাইগ্রান্ট ওয়াকার্স অ্যাসোসিয়েশন ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে, সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত কয়েকশো পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন দাবী নিয়ে বিক্ষোভ মিছিল করলেন এবং রাজ্যপালের কাছে ডেপুটেশন দিলেন।
এই মিছিলে নেতৃত্ব দেন এ আই ইউ টি ইউ সি এর রাজ্য সম্পাদক অশোক দাস-, সংগঠনের রাজ্য সভাপতি জয় কৃষ্ণ হালদার ও সম্পাদক জয়ন্ত সাহা, অফিস সম্পাদক সনাতন দাস সহ অন্যান্যরা।
বিভিন্ন জেলা থেকে কয়েকশো পরিযায়ী শ্রমিক মিছিল অংশ নিয়ে স্লোগান দিতে দিতে ওয়াই চ্যানেলর দিকে এগোতে থাকেন, মিছিল ওয়াই চ্যানেলে শেষ হলে , প্রশাসনের সাথে কথা বলে এবং প্রসাশনে অফিসারদের সহিত সংগঠনের একটি প্রতিনিধি দল রাজ্যপালের কাছে ডেপুটেশন দিতে যান।
তাহাদের দাবি গুলি হলো—
এস আই আর নামে, ভিন রাজ্যে থাকা এই রাজ্যের পরিযায়ীদের শ্রমিকদের উপর, বাংলাদেশী তকমা দিয়ে অত্যাচার বন্ধ করতে হবে।
সকল পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন ও পরিচয় পত্র সুনিশ্চিত করতে হবে।
ঘুরপথে এন আর সি চালু করার ও বর্তমান এস আই আর বাতিল করতে হবে।
পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।
পরিযায়ী শ্রমিকদের আপডেটেড পূর্ণঙ্গ রেকর্ড ব্লক ও শ্রম দপ্তরে রাখতে হবে।
দুর্ঘটনায় নিহত ও আহত পরিযায়ী শ্রমিকদের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ বরাদ্দ করতে হবে,
তাহারা জানান যদি এই সকল দাবী মেনে না নেয়, তবে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে জানান। আন্দোলনের মধ্য দিয়ে সমস্ত অধিকার ছিনিয়ে নেব।