ময়মনসিংহের ফুলপুরে শ্রমিক দলের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট ২০২৫) রাতে উপজেলার মোকামিয়া বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা জনাব আতাহার আলী। উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ফুলপুর উপজেলা যুবদল নেতা একেএম আরিফুল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম আজিজ।
এছাড়াও উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মানিক শিকদার, শাহিনুজ্জামান শাহিন, মাহমুদুল হাসান ও শ্রমিক নেতা আল-আমিন উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর সরকারি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক মিজানুর রহমান হীরা, ইউনিয়ন বিএনপি নেতা শাহ আলম ভাসানী, রমজান আলী নাসির খান প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা যুবদল নেতা আশিকুল হক মানিক, সিংহেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি সাইদুল ইসলাম, ভাইটকান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অনিক হাসান শিমুল, উপজেলা যুবদল নেতা সিদ্দিক, বিল্লাল, আনাস, ইমরান, সোহাগ, আলমগীর, ইব্রাহিম, মোসাদ্দিক, মুস্তাকিম, শামীম, সুইট, সুজনসহ আরও অনেকে।
এছাড়া আনন্দমোহন কলেজ ছাত্রদল নেতা হুমায়ূন আহমেদ, শ্রমিকদল নেতা সিরাজুল হক, আল-আমিন, বাবুল, শাহীন, জাহিদ, আমিনুল প্রমুখ উপস্থিত ছিলেন।
সভা সঞ্চালনা করেন ফুলপুর উপজেলা যুবদল নেতা বিল্লাল হোসেন।