ময়মনসিংহে র্যাব-১৪ এর অভিযানে ২০ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেফতার
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪, সিপিএসসি, ময়মনসিংহ কোম্পানির একটি আভিযানিক দল বিশেষ অভিযানে ২০ (বিশ) বোতল বিদেশী মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। বুধবার (২৭ শে আগস্ট ২০২৫) বিকেল আনুমানিক ২টা ৫০ মিনিটে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন রহমতপুর বাইপাস মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
র্যাব জানায়, ময়মনসিংহের রহমতপুর বাইপাস মোড়ে চেকপোস্ট বসানো হলে জামালপুর থেকে ঢাকাগামী “রাজীব” পরিবহনের একটি বাস (ঢাকা-ব-১১-৮১০৩) থামানো হয়। পরে যাত্রীদের ব্যাগ ও বাসের বক্সে থাকা মালামাল তল্লাশি করে এক কোণে সাদা রঙের প্লাস্টিকের বস্তা পাওয়া যায়। সুপারভাইজারের মাধ্যমে জানা যায়, এটি যাত্রী মোঃ কাশেম আলী (৫০)-এর মালামাল। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদে ধৃত কাশেম আলী স্বীকার করেন যে বস্তার ভেতরে বিদেশী মদ রয়েছে।
অভিযানকালে সেখান থেকে ২০ বোতল বিদেশী মদ, মাদক ব্যবসার নগদ ৬৭ হাজার ৫০০ টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লক্ষ টাকা বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।