আশুলিয়ায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ব্যতিক্রমধর্মী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
সিনিয়র রিপোর্টার
মোঃ আসিফুজ্জামান আসিফ :
সাভারের আশুলিয়ায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এক ব্যতিক্রমধর্মী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে আশুলিয়ার শ্রীপুরের ফারুক নগর ইসমাইল বেপারী উচ্চ বিদ্যালয় মাঠে মধুপুর যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল পর্ব।
চূড়ান্ত খেলায় মুখোমুখি হয় সাইফ স্পোর্টিং ক্লাব ও বন্ধু স্পোর্টিং ক্লাব। খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ভঙ্গিতে মাঠে নামে। তবে নির্ধারিত সময়ে সাইফ স্পোর্টিং ক্লাবের পক্ষে করা একমাত্র গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। ফলে বন্ধু স্পোর্টিং ক্লাবকে ১–০ গোলে পরাজিত করে সাইফ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে এক আনন্দঘন পরিবেশে বিজয়ী দল ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। তিনি এসময় বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমেই তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ ও সুস্থধারার পথে এগিয়ে নেওয়া সম্ভব।
টুর্নামেন্ট আয়োজক মধুপুর যুব সংঘের নেতৃবৃন্দ জানান, এলাকার তরুণদের মাদক থেকে দূরে রাখা ও ক্রীড়ামুখী করার জন্যই তাদের এ আয়োজন। তারা ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্ট নিয়মিতভাবে আয়োজনের অঙ্গীকার ব্যক্ত করেন।
খেলা উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শক মাঠে ভিড় করেন। পুরো ম্যাচ জুড়ে দর্শকরা আনন্দ-উচ্ছ্বাস ও করতালিতে খেলোয়াড়দের উৎসাহিত করেন। খেলা শেষে মাঠে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত