ব্যাংককে নিজের প্রতিষ্ঠান ভেবে কাজ—দেশসেরা পুরস্কারে ভূষিত তারেক হাসান মনির
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
রূপালী ব্যাংক পিএলসি’র আরামনগর শাখার সাবেক ব্যবস্থাপক ব্যাংককে নিজের প্রতিষ্ঠান ভেবে কাজ করায় দেশসেরা পুরস্কারে ভূষিত তারেক হাসান মনির। তিনি ২০২৩ সালের ব্যবসায়িক সাফল্যে সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন।
এ উপলক্ষে গত ২৩ আগস্ট শনিবার সকালে রাজধানীর মতিঝিলে অবস্থিত রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমিতে এ উপলক্ষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওয়াহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সারা দেশের শীর্ষ ১০ শাখা ও শাখা ব্যবস্থাপক, ৩টি জোনাল অফিস এবং ৩টি বিভাগীয় কার্যালয়ের প্রধানদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
অনুষ্ঠানে উপ-ব্যবস্থাপনা পরিচালক পারসোমা আলম, হাসনাত তানভীর, হারুনুর রশিদ সহ প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক এবং পুরস্কারপ্রাপ্ত শাখা, জোনাল ও বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
উল্লেখযোগ্য সাফল্যের অংশ হিসেবে জামালপুর জোনের অন্তর্গত আরামনগর শাখা সারা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে। শাখাটির সাফল্য অর্জনকারী সাবেক ব্যবস্থাপক তারেক হাসান মনির বলেন—
“আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত বোধ করছি। কারণ যে শাখাটি ২০২২ সালে জামালপুর জোনের ১১টি শাখার মধ্যে ১১তম স্থানে ছিল, সেই শাখাটি মাত্র এক বছরের মধ্যে সারা দেশে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এটি আমার জীবনের এক অসাধারণ অর্জন।”
তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং শাখার গ্রাহক, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, “আমি ব্যাংককে নিজের প্রতিষ্ঠান মনে করে কাজ করি। কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের কৃষি ও ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে অবদান রেখে দেশের সামগ্রিক অগ্রগতিতে শরিক হতে চাই।