সরিষাবাড়ীতে নবনির্বাচিত জেলা বিএনপি’র সভাপতিকে সংবর্ধনা
সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে টানা ৩য় বারের মত জেলা বি্এনপি’র সভাপতি হিসেবে ফরিদুল কবীর তালুকদার শামীম নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগষ্ট) বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বয়ড়া ইসরাইল উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথী জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম নেতা-কমীদের দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহন করেন। এতে, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু অনুষ্ঠান পরিচালনা ।
এ সময় বিশেষ অতিথী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমদ বক্তব্য রাখেন। আরোও বক্তব্য রাখেন – উপজেলা কৃষক দলের আহবায়ক আব্দুল মজিদ, পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন , সাধারন সম্পাদক জাহিদ হাসান ফরহাদ, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম সেলিম প্রমুখ বক্তব্য রাখেন। সংবর্ধনা অনুষ্ঠানে দলীয় অঙ্গ ও সহযেোগী সংগঠনের নেতা-কমী ও সুধী জন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জামালপুর জেলা বিএনপির সভাপতি হিসেবে ফরিদুল কবির তালুকদার শামীম নির্বাচিত হওয়ায় আমরা উৎফুল্ল্য। তাই নেতাকে সংবর্ধনা দিতে পারায় পোগলদিঘা ইউনিয়ন বিএনপি ‘র অঙ্গ ও সহযেোগী সংগঠনের নেতা-কমীরা আন্দিত। আমরা আসন্ন নির্বাচনকে সামনে রেখে সকল নেতা-কর্মীদের মধ্যে বিভেদ ভুলে গিয়ে একসাথে কাজ করার আহবান জানান।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত