বড়তারা ইউনিয়ন বিএনপির ৩১ দফা দাবী বাস্তবায়নে সাবেক সচিব আব্দুল বারী’র বিশাল জনসভা
মো: মিশিকুল মন্ডল
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাট-২ আসনের সাবেক সচিব আব্দুল বারী’র বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টার সময় বড়তারা ইউনিয়ন বিএনপির আয়োজনে বড়তারা উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
বড়তারা ইউনিয়ন বিএনপি,
মো: হালিম মাষ্টার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, বড়তারা ইউনিয়ন বিএনপি মো: জাহাঙ্গীর হোসেন শহিদুলের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সাবেক সচিব ও সাবেক বিভাগীয় কমিশনার আব্দুল বারী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন এ এইচ এম ওবায়দুর রহমান (ভিপি সুইট) সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি জেলা যুবদল জয়পুরহাট।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি, ক্ষেতলাল উপজেলা বিএনপি মো: খালেদুল মাসুদ আন্জুমান
মো:আব্দুল আলিম,সভাপতি ক্ষেতলাল পৌর বিএনপি মো: মওদুদ আলম সরকার যুগ্ন আহবায়ক কালাই উপজেলা বিএনপি এ সময় আর উপস্থিত ছিলেন কালাই উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক এড, জি এম বাবলু, জেলা সমবায় আহব্বায়ক নুরুল ইসলাম, জেলা যুগ্ন আহ্বায়ক ও ৭নং ওয়াড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মমিন।২নং ওয়াড বিএনপির সভাপতি, মো : আনিসুর রহমান। ২নং ওয়াডের মহিলাদলের সাধারণ সম্পাদক মোছা: সুইটি বেগম।
এ সময় আরও অসংখ্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি জাতির মুক্তির সনদ ও জনগণের কল্যাণের রূপরেখা। তারা এই সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।