ভালুকায় লিটার ব্যবহার বন্ধে যুবদলের মানববন্ধন, ১৫ দিনের সতর্কবার্তা
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় মাছ চাষে পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর মরা-পঁচা মুরগি, মরা মুরগির নাড়িভূঁড়ি ও মুরগির লিটার ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট ২০২৫) সকালে সচেতন নাগরিক সমাজের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, খন্দকার মওদুদ আহমেদ আপেল, রুহুল আমিন, মাহমুদুল হাসান বাবু, কামরুজ্জামান তুহিন, আজহারুল ইসলাম সাগর, গোলাপ হোসেন সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাছের খাদ্যে মরা-পঁচা মুরগি, নাড়িভূড়ি ও মুরগির লিটার ব্যবহার মানবদেহের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকির সৃষ্টি করছে। তারা অবিলম্বে এই অবৈধ ও ক্ষতিকর কার্যক্রম বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
বক্তারা আরও হুঁশিয়ারি দেন, আগামী ১৫ দিনের মধ্যে মুরগির লিটার ব্যবহার বন্ধ না হলে উপজেলা পরিষদ ঘেরাওসহ কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।