গফরগাঁওয়ে পুলিশ দেখে নদীতে ঝাঁপ, জসিমের লাশ উদ্ধার
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় পুলিশ দেখে নদীতে ঝাঁপ দেওয়া জসিম উদ্দিন মড়ল (৪৫)-এর মরদেহ নিখোঁজের একদিন পর উদ্ধার করা হয়েছে।
রবিবার (৩১ আগস্ট ২০২৫) সকাল ৯টার দিকে উপজেলার মশাখালী মুখী ব্রিজ ঘাট সংলগ্ন সুতিয়া নদী থেকে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
এর আগে শনিবার (৩০ আগস্ট) বিকেলে একই স্থানে পুলিশ দেখে ভয়ে নদীতে ঝাঁপ দেন জসিম উদ্দিন মড়ল ও ফাহিম মিয়া নামের দুই যুবক। ফাহিম সাঁতরে তীরে উঠতে পারলেও জসিম নিখোঁজ হয়ে যান।
ভালুকা ফায়ার সার্ভিস ও পরে ময়মনসিংহ থেকে ডুবুরি দল দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়েও তাকে খুঁজে পায়নি। শেষ পর্যন্ত রোববার সকালে জসিম উদ্দিনের মরদেহ উদ্ধার হয়।
এ ঘটনায় পাগলা থানা পুলিশ জানায়, তারা একটি মামলার তদন্তে এলাকায় গেলে ওই যুবকরা আতঙ্কিত হয়ে নদীতে ঝাঁপ দেয়। পুলিশ তাদের ধরতে যায়নি। ধারণা করা হচ্ছে, তারা মাদক সেবন বা কেনাবেচার সঙ্গে জড়িত থাকায় এ ধরনের আচরণ করেছে।
জসিম উদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।