“বাকৃবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা”
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশু পালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার অভিযোগ উঠেছে। রবিবার (৩১ আগস্ট ২০২৫) সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর এ হামলার ঘটনা ঘটে। এতে নারী শিক্ষার্থীসহ অনেকে আহত হয়ে আতঙ্কিত হয়ে পড়েন।
জানা যায়, কম্বাইন্ড ডিগ্রির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। এ দাবির প্রেক্ষিতে রোববার বেলা ১১টায় একাডেমিক কাউন্সিলের জরুরি সভা শুরু হয়। সভায় সিদ্ধান্ত হয়, পূর্বের মতো বিএসসি ইন অ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) এর পাশাপাশি কম্বাইন্ড ডিগ্রিও চালু থাকবে।
তবে শিক্ষার্থীরা এ সিদ্ধান্তকে তাদের আন্দোলনের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে উপাচার্যসহ প্রায় আড়াইশো শিক্ষককে সন্ধ্যা ৭টা ৪০ মিনিট পর্যন্ত অবরুদ্ধ রাখেন। এ সময় হঠাৎ করেই উপাচার্যের বাসভবনের দিক থেকে আসা প্রায় অর্ধশত বহিরাগত আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
হামলার ঘটনায় তারা ছত্রভঙ্গ হয়ে পড়েন এবং নারী শিক্ষার্থীরাও শারীরিকভাবে লাঞ্ছিত হন বলে অভিযোগ ওঠে। পরে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে এসে জব্বারের মোড়ে জড়ো হতে শুরু করেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, এ হামলার ঘটনার প্রতিবাদে তারা কঠোর আন্দোলনে নামবেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।