ভোলাহাটে উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত!
এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটি, কিশোরকিশোরীদের স্বাস্থ্যসেবা ও ব্যবস্থাপনা, বিভিন্ন এনজিও’র ও উপজেলা পরিষদের মাসিক সভা রোববার সকাল (৩১ আগষ্ট ২০২৫) উপজেলা মডেল মসজিদ মিলনায়তন কক্ষ্যে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে বিভিন্ন সভায় উপস্থিত ছিলেন, ওসি’র প্রতিনিধি-এসআই আব্দুল বারী ও নবাগত এসআই সুজাউদ্দৌলা, ইউপি চেয়ারম্যানগণ-মোঃ আজিজুর রহমান (প্যানেল), মোঃ আব্দুর রহমান (প্যানেল), আলহাহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু ও মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা, বিজিবি চাঁনশিকারী কোম্পানী কমাণ্ডার সুবেদার মোঃ ইদ্রিস আলী ও জেকে পোল্লাডাঙ্গা কোম্পানী কমাণ্ডার সুবেদার মোঃ সহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ আহারাম আলী, পিআইও মোসাঃ নাঈমা তাবাসসুম শাহ্।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, মহিলা বিষয়ক অফিসার পঙ্কজ কুমার দাস (অতিরিক্ত দায়িত্ব), আরডিও মোঃ সবুজ আলী, আনসার ও ভিডিপি অফিসার মোঃ সামিউল ইসলাম (ভারপ্রাপ্ত), এটিও মোঃ হুমায়ুন কবিরসহ বিভিন্ন এনজিও প্রধান-ব্র্যাক, ভার্ক, আশা, ডাসকো ও স্থানীয় সাংবাদিকগণ এবং সুধীজনেরা।
আলোচনা সভায় ভোলাহাট উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রয়েছে। সে সাথে উপজেলার কিছু জায়গার উন্নয়নের কাজ-মেডিকেলমোড়ের ড্রেনের সুব্যবস্থার কাজ চলমান রয়েছে। সীমান্তবর্তী এলাকায় দু-একটি দুর্ঘটনা ছাড়া সীমান্তের পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে বলে জানান বিজিবি কোম্পানী কমাণ্ডারগণ।
ছবিক্যাপশনঃ ভোলাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা কমিটি, উপজেলা পরিষদের মাসিকসহ বিভিন্ন এনজিওদের আলোচনা সভায় উপস্থিত ইউএনও মোঃ মনিরুজ্জামান। পাশে-উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন এনজিও প্রধানগণের দৃশ্য।