“ময়মনসিংহে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাতীয় প্রতিনিধি সমাবেশে তারেক রহমানের প্রতিশ্রুতি”
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাতীয় প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট ২০২৫) বিকেল ৩টায় টাউন হল প্রাঙ্গণে অবস্থিত এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ সমাবেশ শুরু হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাতিসত্ত্বা ও জীবন-জীবিকার মানোন্নয়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন বাতিলের অপচেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সভাপতি বিজন কান্তি সরকার। সমাবেশের সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাঁদিক।
বক্তারা জানান, ৫৪টি জনগোষ্ঠীর মধ্যে অর্ধেকেরও বেশি প্রতিনিধি উপস্থিত হয়েছেন। প্রয়াত বিএনপি নেতা আ স ম হান্নান শাহ এ সংগঠন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
সূচনা বক্তব্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মহাসচিব তাদেরকে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা ও লজিস্টিক সাপোর্ট প্রদানের দাবি জানান। তিনি আরও বলেন, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে দলের সাথে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছিলেন।
সমাবেশে বানাই জনগোষ্ঠীর রিপন বানাই সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় দাবি করেন। গারো জনগোষ্ঠীর পক্ষে ফিউজিং নকরেট ও এক তরুণী শিক্ষার্থী বক্তব্য রাখেন। হাজং জনগোষ্ঠীর বিপুল হাজং বলেন, বিএনপি বিরিশিরি কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করেছিল।
এছাড়া বর্মন সম্প্রদায়ের পক্ষে মিরান কৃষ্ণ বর্মন, খাসিয়া জনগোষ্ঠীর পক্ষে হীরামন হেলেনা পৃথক ভূমি কমিশন গঠনের দাবি জানান। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা প্রমোদ চন্দ্র বর্মন ও গবেষক সনজিত রংও।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে সংখ্যা লঘু বলা যাবে না। বিএনপির ৩১ দফার মধ্যে রেইনবো জাতির কথাও উল্লেখ রয়েছে।
অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন তারেক রহমান।