ভেড়ামারার ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিভা মডেল একাডেমি স্কুলের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী।
মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া।
আনন্দ, উদ্দীপনা ও বর্ণিল আয়োজনে পালিত হলো ভেড়ামারার ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিভা মডেল একাডেমি স্কুলের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী।
আজ ০১/০৯/২০২৫ ইং তারিখ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মধ্য বাজারে অবস্থিত, শিশু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিভা মডেল একাডেমি স্কুলের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের চেয়ারম্যান ও ভেড়ামারা আলহেরা মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হাসানুজ্জামান খসরু, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, পশ্চিম বাহিরচর ১২ মাইল দাখিল মাদ্রাসার সুপার মাসুদ করিম, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের পরিচালক ও বিশিষ্ট মেধাবী সাংবাদিক শাহ জামাল, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ মোঃ কামরুল ইসলাম মনা, বিশিষ্ট সাংবাদিক মোঃ মোহন আলী, সহকারি সম্পাদক দৈনিক লালনকন্ঠ পত্রিকা, সাংবাদিক মনোয়ার হোসেন মারুফ ও শিক্ষক, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থী উপস্থিত ছিল। প্রধান অতিথি বক্তব্যে বিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
কেক কাটার পর, বিদ্যালয়ের এক্সট্রা কারিকুলাম হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন নাচ,গান, কবিতা আবৃতি ও নাটক অনুষ্ঠিত হয়।
ভেড়ামারা প্রতিভা মডেল একাডেমি স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ফিরোজ মাহমুদ বক্তব্যে ১০ বছরের সফলতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন।
প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি এ্যাডঃ মোঃ তৌহিদুল ইসলাম আলম বিদ্যালয়ের সার্বিক মঙ্গল কামনা করেন।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত