ফুলপুরে সিলিন্ডার বিক্রির দায়ে ৩ জনকে জরিমানা
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় জনসাধারণের চলাচলের রাস্তায় সিলিন্ডার রেখে বিক্রি করার অপরাধে মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) বিকালে তিনজনকে জরিমানা করা হয়েছে।
ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা জানান, বিস্ফোরক আইন ১৮৮৪ এবং দণ্ডবিধি ১৮৬০ এর আওতায় রাস্তায় সিলিন্ডার বিক্রির জন্য সংশ্লিষ্ট তিনজন দোকানিকে সতর্কতামূলকভাবে ১০,০০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনা এড়ানোর জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইউএনও সচেতন থাকার পাশাপাশি সকলকে নিরাপদ স্থানে সিলিন্ডার বিক্রি ও সংরক্ষণ করার পরামর্শ দিয়েছেন।