মেহেরপুরে জেলা বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১লা সেপ্টেম্বর-২০২৫ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে মেহেরপুর জেলা বিএনপি।
মঙ্গলবার ২ সেপ্টেম্বর-২০২৫ বিকেল ৫টার দিকে শামসুজ্জোহা পার্কে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়,মেহেরপুর পৌর বিএনপি সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ।
এসময় আরও বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম, জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবীব সোনা,
জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান,
জেলা তাঁতীদলের সভাপতি আব্দুল্লাহ্ মাস্টার বাবলু, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ,জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির প্রমূখ।
বিশাল বিশাল মিছিল এসে শামসুজ্জোহা পার্কের সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়।