সরিষাবাড়িতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে সংঘর্ষ: আহত- ৮
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণকে কেন্দ্র করে ভোক্তা ও ডিলারের লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার আওনা ইউনিয়নের তরুণীআটা বটতলা মোড়ে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওনা ইউনিয়নের তরুণীহাটা গ্রামের ডিলার নান্নু মিয়ার ছেলে কাজিমুদ্দিনের কাছে খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিতে যান দৌলতপুর গ্রামের সোলায়মান হোসেনের ছেলে রিপনের ছোটভাই ইমন। সম্প্রতি ওই ইউনিয়নে নতুন ২৪ জন ভোক্তার নাম ডিলার নান্নু মিয়ার তালিকায় যুক্ত করা হয়। নতুন এই তালিকায় রিপনের নাম থাকলেও চাল তোলার সময় ডিলারের ছেলে কাজিমুদ্দিন তার সঙ্গে দুর্ব্যবহার করেন।
পরে এই ঘটনার জেরে সোমবার রাত ৭টার দিকে ইমন ও তার লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে মোড়ে বসে থাকা লোকজনের উপর হামলা ও মারপিট চালায় ।এ নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ডিলারের পক্ষের কাজিমুদ্দিন, আমজাদ হোসেন, কুদরত আলী, স্বপন মিয়া, বাদল ভুট্টো ও সাইমসহ অন্তত ৮ জন আহত হন। আহতদের মধ্যে আমজাদ হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (পিজি) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ জানান, “এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”