সালথায় স্বামীর হাতে স্ত্রী হত্যা ঘাতক স্বামী পুলিশের হাতে আটক
মোঃ ইলিয়াছ খান
সালথা ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে মর্জিনা বেগম (৩৮) নামে এক স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে স্বামী। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের রংরায়েকান্দি গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। পুলিশ স্থানে গিয়ে স্বামী বক্কার শেখ (৪৩) কে আটক করেছে।
নিহত মর্জিনা বেগম ফরিদপুর কোতোয়ালী থানার ফুরসা গ্রামের মৃত মোচন মোল্লার মেয়ে ও তিন মেয়ের ও এক ছেলের জননী ছিলেন।
পুলিশ ও স্থানীয় জানান, ভোররাতে মর্জিনা ও বক্কার মধ্যে প্রচন্ড আকারে ঝগড়া হয়। একপর্যায়ে মক্কার কে ঘর থেকে করে দেয় স্ত্রী ও সন্তানেরা। পরে ঘরের টিনের বেড়া ভেঙ্গে ঘরের ঢুকে বটির আছারী দিয়ে মদিনার মাথায় আঘাত করে স্বামী বক্কার। একাধিক আঘাতের কারণে মাথা ফেটে ঘটনাস্থলে মারা যান মর্জিনা। ঘটনাস্থলে পুলিশ এসে ঘাতক বক্কার কে আটক করে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, পারিবারিক কলহের জোরে ভরির আজারি দিয়ে স্ত্রী মর্জিনাকে হত্যা করে স্বামী বক্কার শেখ। খবর পাওয়া মাত্রই বক্কার কে আটক করা হয় এবং মর্জিনার মরা দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত