আওয়ামী লীগ নয় নিজেকে বিএনপি’র নেতা হিসাবে দাবি করে সংবাদ সম্মেলন করলেন নুর মাতুব্বার
মোঃ ইলিয়াছ খান
সালথা ফরিদপুর প্রতিনিধি:
আওয়ামী লীগের নেতা নয় বিএনপি নেতা বলে দাবি করেছেন ফরিদপুরের সালথা উপজেলার গট্টি এলাকার আড়ুয়াকান্দি গ্রামের বাসিন্দা নুরু মাতুব্বর। তিনি আড়ুয়াকান্দি গ্রামের মৃত হাশেম মাতুব্বারের বড় ছেলে।নুরু মাতুব্বর ইউনিয়নের বিএনপি’র সহ-সভাপতি ছিলেন বলে সংবাদ সম্মেলনে তুলে ধরেন। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) উপজেলার মাদ্রাসা গট্টি মোড়ে নিজস্ব কার্যালয় এ সংবাদ সম্মেলনের সাংবাদিকদের কাছে বক্তব্য সময় বলেন, আমি ২০১৫ সাল পর্যন্ত বিএনপির কমিটিতে ছিলাম। সেখানে আমি ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতির দায়িত্ব পালন করেছে। এরপর আওয়ামী লীগের চাপ অনেক হামলা-মামলার শিকার হয়েছি। আওয়ামী লীগের দেওয়া মিথ্যা মামলায় জেল খেটেছি। আমাকে চাপে ফেলে তাদের গ্রাম্য দলে মিশতে বাধ্য করেছে। আমি কখনোই আওয়ামী লীগ করি নাই। মরহুম কে এম ওবায়দুর রহমানের একজন বিশ্বস্ত কর্মী ছিলাম। তিনি আমার বাড়িতে অনেক বার এসেছেন, এমনকি আমার মায়ের হাতের তৈরি করা পিটাপুলিও খেয়েছেন।
একটি কুচক্রী মহল আমাকে আওয়ামী লীগের নেতা বানিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর প্রচার করে আমাকে রাজনৈতিক ভাবে স্থপতি পূর্ণ করার উদ্দেশ্যে গুজব ছড়াচ্ছে। আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আপনাদের কাছে বিচার চাই। আমার আওয়ামী লীগের কোন কমিটিতে নাম নেই। আর যদি আমার অজান্তে কোন কমিটিতে নাম থাকে আজ থেকে তা আমি প্রত্যাহার করলাম। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির কর্মী নুর আলম, ইউনুস মোল্লা, সাবান খান, ইসাক মাতুব্বর, সাহেদ মীর, আখতার খান, শুকুর খান, পাঞ্জু মাতুব্বরসহ স্থানীয় কয়েকশো নেতা কর্মীবৃন্দ।