ভেড়ামারা ট্রাকের বডি মিস্ত্রির উপর হামলা ও মারধরের অভিযোগ।
স্টাফ রিপোর্টার কুষ্টিয়া জেলা।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়ন কোদালিয়াপাড়া গ্রাম ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ সাইফুল ইসলাম ওপর হামলা ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। সাইফুল ইসলামের ছেলে ইব্রাহিম হোসেন সাংবাদিকদের বলেন, মোঃ তরিকুল ইসলাম ওরফে তরিক ড্রাইভার (৪৮), পিতা-মৃত মোজাম্মেল, সাং-পূর্ব নওদাপাড়া (মন্ডলপাড়া), ইউপি-চাঁদগ্রাম, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া আমার বাবা ট্রাকের বডি মিস্ত্রির কাজ করে, তরিক ড্রাইভারের একটি ট্রাকের কাজ আমার বাবা করে আসছে। বাবার সহযোগী না থাকায় এবং তরিক ড্রাইভার কাজ না করায় ইং-০৩-০৯-২০২৫ তারিখ বিকাল অনুমান ০৩:০০ ঘটিকার সময় ভেড়ামারা থানাধীন বাহিরচর ইউপি এর ১২ মাইল গ্রামস্থ মিজান তেল পাম্প এর দক্ষিনে মোঃ রফিকুল মিস্ত্রির দোকানের সামনের রাস্তায় তরিক ড্রাইভার আমার বাবাকে দেখা মাত্রই ক্ষীপ্ত হয়ে গাড়িটির কাজ কেন করা হয়নাই মর্মে জানতে চেয়ে বাবাকে তরিক ড্রাইভার
অকথ্য ভাষায় গালিগালাজ প্রদান করতঃ মারমুখি আচরন শুরু করে। বাবা তার সহযোগী না আসার কারন জানায় এবং বাবার স্ট্রোক জনিত সমস্যা থাকায় বাবা তরিক ড্রাইভারকে গালিগালাজ না দেয়ার অনুরোধ করলে তরিক ড্রাইভার
মাটিতে পড়ে থাকা কাঠের বাটাম দিয়ে আমার বাবাকে এলোপাথাড়ি মারপিট দিয়ে পিঠে, বুকে, হাতে ও পায়ে সহ শরীরের বিভিন্ন স্থানে নিলাফোলা জখম করে। আমার বাবার ডাক চিৎকারে আসা মোঃ আশরাফুল (২৫), পিতা-মোঃ জজমান, সাং-১২ মাইল, বাহিরচর ও মোঃ আশরাফুল আলম (৫৪), পিতা-মোঃ মজিবর রহমান, সাং-কাচারীপাড়া, উভয় থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া সহ স্থানীয় প্রতিবেশিরা এগিয়ে আসলে তরিক ড্রাইভার আমার বাবাকে খুন জখমের হুমকি ও ভয়-ভীতি দেখিয়ে চলে যায়। ইব্রাহিম হোসেন বলেন এ ঘটনার বিষয়ে ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি , প্রশাসনের প্রতি আমার একটাই অনুরোধ এই বিষয়ে সুস্থ তদন্ত সাহিত্য ব্যবস্থা নেওয়ার অনুরোধ রইল।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত