সরিষাবাড়ীতে ছাগলে ক্ষেত খাওয়ার প্রতিবাদকারীকে মারধর ও দোকান ভাংচুর করার অভিযোগ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ওয়ার্ড বিএনপি’র সভাপতি’র ছাগলে ক্ষেত খাওয়ার প্রতিবাদকারীকে মারধর ও দোকান এবং বসতঘর ভাংচুর করার অভিযোগ ওঠেছে। বুধবার (৩ রা সেপ্টেম্বর) সন্ধায় উপজেলার মালিপাড়া খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে,সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া খান পাড়া এলাকার শফিকুল ইসলাম এর রোপিত ধান ক্ষেতে স্থানীয় ১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল খালেক খান এর ২টি ছাগলে জমিতে লাগানো ধান চারা খায়। পরে শফিকুল ইসলাম এর স্ত্রী ময়ফুল বেগম ওই ২টি ছাগল ধরে নিয়ে বাড়ীতে বেধে রাখে। এ খবর পেয়ে ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল খালেক খান এর ছেলে বোরহান ও বায়েজিদ দুই ভাই মিলে শফিকুল ইসলাম বাড়ীতে ছাগল আনতে যান। সেখানে ময়ফুলের সাথে বোরহান ও বায়েজিদ এর সাথে কথাকাটাকাটি এক পর্যায়ে ময়ফুলের শশুর ছোবহান এর প্রতিবাদ করলে তারা সুমনের দোকান ভাংচুর ও মারপিট এবং কিছু টাকা লুট করে নিয়ে যায় বলে ভুক্তভোগীদের অভিযোগ। এ সময় ছোবহানের পাঞ্জাবি’র পকেটে থাকা ১৩ হাজার টাকা কে বা কারা নিয়ে যায় বলে অভিযোগ করেন ছোবহান।
মারধরের শিকার- দোকানদার সুমন মিয়া, তার বোন সুলতানা বেগম , ভাবী ময়ফুল বেগম কে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে।
জানতে চাইলে পোগলদিঘা ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল খালেক খান মাষ্টার জানান, ছাগলে ক্ষেত খাওয়ায় আমার ছেলে ছাগল আনতে গেলে আব্দুস ছোবহান অকথ্য ভাষায় গালিগালাজ করার একপর্যায়ে দু পক্ষের মাঝে ধস্তাধস্তি হয়েছে বলে স্বীকার করেন তিনি।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ বলেন, এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত