অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের আহবানে, বিভিন্ন দাবী নিয়ে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ,
আজ ৪ঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার, ঠিক দুপুর বারোটায়, অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহবানে, কলেজ স্কোয়ার বিদ্যাসাগর মূর্তির সামনে, বিভিন্ন দাবী নিয়ে বিক্ষোভ সমাবেশ করলেন এবং কয়েক হাজার বিভিন্ন সংগঠনের মহিলা কর্মী মিছিল করে মুখ্যমন্ত্রীর নিকট ডেপুটেশন দিলেন।
মঞ্চে উপস্থিত ছিলেন , অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি সুজাতা ব্যানার্জি, সম্পাদক কল্পনা দত্ত, এবং কেয়া দত্ত সহ বিভিন্ন সংগঠনের পদাধিকারীরা।
সকাল ১০ টা থেকেই বিভিন্ন জেলা থেকে বিভিন্ন সংগঠনের মহিলা কর্মীরা একে একে মিছিল করে সমাবেশের সামনে উপস্থিত হন, প্রায় কয়েক হাজার মহিলা কর্মী আজকের জনসভায় ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।, বেলা দুটো নাগাদ বিক্ষোভ সমাবেশ শেষ হওয়ার পর, কয়েক হাজার কর্মী একত্রিত হয়ে কলেজ স্কোয়ার বিদ্যাসাগর মূর্তির সামনে থেকে মিছিল করে এসেন ব্যানার্জি রোড ধর্মতলা ডরিনা ক্রসিং হয়ে রানী রাসমণি রোডে উপস্থিত হন।, সেখান থেকে সংগঠনের কয়েকজনের প্রতিনিধি দল মাননীয় মুখ্যমন্ত্রী নিকট ডেপুটেশন দিতে যান, এবং বলেন যতক্ষণ না তারা ফিরে আসছেন সবাইকে অপেক্ষা করার কথা বলেন।
আজকের বিক্ষোভ সমাবেশে ও মিছিলে যে দাবীগুলি তুলে ধরেন….
অভয়ার ন্যায় বিচার অবিলম্বে করতে হবে।
নারী ও শিশু পাচার সহ সকল রকমের নারী নির্যাতন বন্ধ করতে হবে।
মদ ও মাদকদ্রব্য এবং পর্নোগ্রাফি বন্ধ করতে হবে।
বিভিন্ন স্কিমে কর্মরত মহিলা এবং অসংগঠিত শ্রমিকদের জীবনধারণের উপযুক্ত পারিশ্রমিক ও শ্রমিকের স্বীকৃতি প্রদান প্রভৃতি দিতে হবে।
শিক্ষার গৈরিকীকরণ ও বেসরকারিকরণ করা চলবে না।
অঙ্গনওয়াড়ি, আশা কর্মী, মিড ডে মিল কর্মীদের অতিরিক্ত কাজ করানো চলবে না। বিনা পারিশ্রমিকে।
মঞ্চে একের পর এক সংক্ষিপ্ত ভাষণে গর্জে উঠেন মহিলারা, তাহারা জানান আজ এক বছর হয়ে গেল, এখনো একজন ট্রেনি ডাক্তারের খুনের কিনারা হলো না, অভয়ার মা বাবা ন্যায় বিচার পেল না। তাহার পরেও ঘটে গেছে বেশ কয়েকটি ঘটনা, তবুও এখনও একটিও খুনি ও ধর্ষণকারীকে ধরতে পারল না , যদিও আমরা বুঝতে পারি, অন্যায়ের বিচার হয় না, ন্যয়ের বিচার হয়, তাই যারা প্রতিবাদ করে প্রশাসন তাদেরকে ধরে, তাই আজ পশ্চিমবঙ্গের নারীর অধিকার ভূলুণ্ঠিত হচ্ছে, বাড়ছে নারীর প্রতি অত্যাচার, ধর্ষণ, ডাইনি সন্দেহে হত্যা, কন্যার ভ্রুন হত্যা, শিশু পাচার, যৌন হয়রানি থেকে শুরু করে একাধিক অপরাধ, নারীরা এতোটুকুও সুরক্ষিত নয়, তাই আজ মহিলারা গর্জে উঠেছে, তাহাদের এক একটি অধিকার আদায় করতে, আর মুখ বুজে থাকবে না, তাই সরকারের বিরুদ্ধে আমাদের বিভিন্ন কর্মী- অঙ্গনওয়াড়ি, আশা কর্মী, মিড ডে মিল কর্মী, ও সংস্কৃতিক সংগঠন একত্রিত হয়ে, মদ মাদকদ্রব্য এবং পণ্যগ্রাফি বন্ধ করার দাবী নিয়ে আজকের এই বিক্ষোভ মিলিত হয়েছে , সাথে সাথে এই সকল মহিলাদের ন্যায্য অধিকার ন্যায্য পাওনা আদায়ের দাবীতে।
আজ বিক্ষোভ মঞ্চ থেকে তাহারা পরিষ্কার জানিয়ে দেন, যদি সরকার ও প্রশাসন মদের দোকান জুয়ার ঠেক এবং পর্নোগ্রাফির মত অন্যায় কাজ বন্ধ না করেন, আমরা মহিলারা পাড়ায় পাড়ায় সংগঠন তৈরি করব, যেখানেই এই ধরনের কাজ দেখবো মেরে ভেঙে দেবো। মহিলারা এবার ঝাঁটা ও লাঠি হাতে নিয়ে প্রতিবাদ জানাবে, সরকার এইসবের মধ্য দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করছে অথচ মহিলাদের সুরক্ষা নাই, ন্যায় বিচার পায় না এবং ন্যায্য পাওনা পাইনা , আজ বিভিন্ন সংগঠনের মহিলা কর্মীরা অসহায় হয়ে পড়েছেন, পুজোয় বোনাস পর্যন্ত নাই, আর যা মাইনে পায়, তাহাতে তাদের সংসারে নুন আনতে পান্তা ফুরায়, ছেলে মেয়েদের পড়াশুনা তো দূরের কথা, আর নয় আমাদের ন্যায্য অধিকার চাই। তাই আমরা বারবার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবী দাওয়া পেশ করেছি। অবিলম্বে আমাদের দাবী-দাওয়া মিটাতে হবে।