ওসমানীনগরে দয়ামীর ইউনিয়ন অফিসে চুরি
ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা:: সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ৪টি ফ্যান নিয়ে গেছে চুরেরা। বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সামসুল আলম ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছন।
জানা গেছে, প্রতিদিনের মত বুধবার দপ্তরের কার্যক্রম শেষে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভবনের সকল কক্ষ যথারীতি তালাবদ্ধ করে বাড়িতে চলে যান কর্মকর্তা কর্মচারীরা। পরদিন বৃহস্পতিবার সকালে কার্যালয়ের গ্রাম পুলিশ সজল কান্ত ইউনিয়ন পরিষদে গিয়ে দেখেন অফিসের প্রদান ফটকের তালা ভাঙ্গা। তাৎক্ষনিক বিষয়টি ইউনিয়নের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা কে জানালে তারা কার্যালয়ে গিয়ে দেখতে পান ডিজিটাল সেন্টার এর দরজা ও কলাপসিবল গেইটের ০৪(চার) টি থালা ভেঙ্গে রুমের ০৪(চার) টি ফ্যান চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাত ৪ টার দিকে বৃষ্টি শুরু হলে পাহারার দায়িত্বে থাকা আনছার আলী পাশ্ববর্তী বাসায় চলে যাওয়ার পর দুষ্কৃতিকারী এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশকে জানিয়েছে।
এই বিষয়ে কার্যকরি পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসমানীনগর থানার ওসি(তদন্ত) এস.এম মাহমুদ হাসান রিপন।
ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি ও দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.টি এম ফখর উদ্দিন বলেন, বিষয়টি থানা পুলিশকে লিখিত ভাবে জানানো হয়েছে। আশা করছি দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।