তিন লাখ টাকার ইয়াবাসহ ময়মনসিংহে নারী আটক
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ নগরীর বাউন্ডারি রোড থেকে এক হাজার পিস ইয়াবাসহ নাসরিন আক্তার পারুল (৪০) নামে এক নারীকে হাতেনাতে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে তাকে আটক করা হয়।
ডিএনসির উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন পরিদর্শক মোহাম্মদ আমিনুল কবির, এএসআই মাইন উদ্দিন, সিপাহি রাজু মিয়া, সাব্বির আহমেদ, সালমান ফারসী এবং গাড়িচালক শরিফুল আলম। অভিযানের সময় স্থানীয় দুইজন সাক্ষী—এএসএম রুহুল আমিন (৬৫) ও সোহান আকন্দ (২৯)—উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে নাসরিন আক্তারের কাছ থেকে একটি কালো রেক্সিনের হাতব্যাগ উদ্ধার করা হয়। তল্লাশিতে ওই ব্যাগ থেকে পাঁচটি নীল পলিথিন জিপারে রাখা মোট এক হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এছাড়া তার কাছ থেকে একটি পুরোনো GDL ব্র্যান্ডের G8+ মডেলের বাটন মোবাইল ফোন (সিম নম্বর ০১৬২৯+৫৩২+৮) উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা। ঘটনাস্থলেই জব্দ তালিকা তৈরি করে সাক্ষীদের স্বাক্ষর নেওয়া হয় এবং নমুনা সংরক্ষণ করে বিভাগীয় হেফাজতে রাখা হয়।
অভিযান শেষে উপ-পরিচালক আনোয়ার হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সমাজকে বাঁচাতে আমরা আরও কঠোর হব।”
এদিকে নগরীর প্রাণকেন্দ্রে প্রকাশ্যে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনায় জনমনে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে। সুশীল সমাজের প্রশ্ন, শুধু নারী বা ছোটখাটো বাহক গ্রেফতার করলেই কি মাদক বিস্তার রোধ সম্ভব? নেপথ্যে থাকা সিন্ডিকেটের গডফাদাররা কেন ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে?