ফুলপুরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা
ফয়জুর রহমান (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩ সেপ্টেম্বর বুধবার বিকাল ৪ ঘটিকার সময় ফুলপুর নতুন ডাক বাংলার সামনে থেকে শোভযাত্রাটি শুরু হয়ে ফুলপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন শেষে ফুলপুর গোল চত্বর মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ এর মাধ্যমে শেষ হয়।
উক্ত বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশের নেতৃত্বে ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি এ কে এম আরিফুল হক, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য ওয়াহিদুজ্জামান মিঠুন,ফুলপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্র দলের সাবেক আহবায়ক মিজানুর রহমান হিরা,উপজেলা শ্রমিক দলের আহবায়ক আজিজুল ইসলাম আজিজ, পৌর ছাত্র দল নেতা মোবারক শিকদার সহ উপজেলা ও পৌরসভার যুবদল, ছাত্র দল, শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশ বক্তাগন বলেন আমরা যারা দুর্দিনে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়েছে আজকে দলের মধ্যে আমাদের যথাযথ মূল্যায়ন নেই। আজকে আমরা যারা মিছিলে নেতৃত্ব দিয়েছি আমরা যদি সামনের সারিতে না থাকতাম প্রতিটি মিছিলেই আওয়ামী লীগের লোকজন নেতৃত্ব দিত। আমাদের বিএনপির অনেক নেতা দলভারি করার জন্য আওয়ামী লীগের লোকদের দলে বিরিয়েছে আপনারা সকলেই তাদেরকে চিনেন আমরা আজকেও দেখেছি অনেক আওয়ামী লীগের লোকজন বিএনপি’র মিছিলে অংশগ্রহণ করেছে। বক্তাগন বলেন যারা আওয়ামী লীগকে লালন পালন করেছেন তারা সাবধান হয়ে যান তা না হলে এর জন্য কঠিন মাসুল দিতে হবে। আপনারা যদি মনে করে থাকেন আওয়ামী লীগের লোকদের দিয়ে দল ভারি করে এমপি হয়ে যাবেন তাহলে মনে রাখবেন আপনাদের এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আমরা আর ফুলপুরের মাটিতে আওয়ামী লীগকে পূর্ণবাসিত হতে দিব না। তাই আমরা আমাদের বিএনপির নেতৃবৃন্দকে বলবো দুঃসময়ের পরীক্ষিত ত্যাগী কর্মীদের মূল্যায়ন করুন। অন্যথায় দল বিপদে পরলে এ সকল হাইব্রিড নেতা দিয়ে কাজ হবে না বলেও সতর্ক করেন।