“বাকৃবিতে লাল কাপড় বেঁধে শিক্ষার্থীদের বিক্ষোভ”
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীরা বহিরাগতদের হামলার প্রতিবাদে ‘রেড মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৫টায় মুখে লাল কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছে। বিশ্ববিদ্যালয়ের আমতলা থেকে শুরু হওয়া মিছিলটি সমাবর্তন চত্বরে এসে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশাসনের কাছে ছয় দফা দাবি বাস্তবায়নের ওপর জোর দেন। তারা জানান, “আজকের কর্মসূচি প্রতীকী; এটি প্রশাসনের প্রতি আমাদের লাল সিগনাল। বহিরাগতরা আমাদের ওপর যে হামলা চালিয়েছে, তার বিচার এখনও আমরা পাইনি। আশা করি প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে এবং প্রয়োজনে হামলাকারীদের শনাক্ত করবে।”
শিক্ষার্থীরা আরও বলেন, “আইন অন্ধ, তাই আমরা চোখে কাপড় বেঁধে আন্দোলন করছি। হল ছাড়ার নির্দেশনা প্রত্যাহারসহ শিক্ষার্থীদের ওপর হামলার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”
প্রসঙ্গত, গত ৩১ আগস্ট একাডেমিক কাউন্সিলের সভার সময় শিক্ষার্থীরা তালা দিয়ে শিক্ষকদের ৭ ঘণ্টা অবরুদ্ধ করেন। সেদিন রাত ৮টার দিকে বহিরাগতরা এসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ এবং স্থাপনা ভাঙচুর করে। এতে নারীসহ বেশ কয়েকজন আহত হন। এরপর থেকে বিচারের দাবিতে শিক্ষার্থীরা বিভিন্ন বিক্ষোভ ও কর্মসূচি পালন করেন। গত ২ সেপ্টেম্বর প্রশাসনের আশ্বাসে আন্দোলন সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।