“ময়মনসিংহ ডিসির বাংলো সংস্কারে গ্রাফিতি নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই”
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ জেলা প্রশাসকের বাংলো সংস্কার কাজ চলাকালে দেয়ালের গ্রাফিতি নিয়ে তৈরি হওয়া ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক মুফিদুল আলম।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ৯টায় এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। কাজ শেষ হলে পূর্বের চেয়েও সুন্দর ও আকর্ষণীয়ভাবে নতুন করে গ্রাফিতি অঙ্কন করা হবে।”
জানা গেছে, গত বছরের ৫ আগস্ট জেলা প্রশাসকের বাংলো, দেয়াল, গেইট ও পাঁচটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিন চিঠিপত্র চালাচালির পর সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংস্কারের জন্য বরাদ্দ পাওয়া যায়। সেই বরাদ্দে বর্তমানে ভবন, দেয়াল ও চারপাশে কাঁটাতারের বেড়াসহ সংস্কার কাজ চলছে।
ডিসি মুফিদুল আলম জানান, দেয়ালে থাকা পুরনো গ্রাফিতি সংস্কারের কারণে টিকে রাখা সম্ভব হয়নি। সংস্কারকাজের সময় কিছু গ্রাফিতি আংশিক ঢেকে যাওয়ায় বেমানান লাগছে। তবে গণপূর্ত অধিদপ্তর কাজ শেষ করলে দেয়ালে নতুনভাবে আকর্ষণীয় গ্রাফিতি অঙ্কন করা হবে।
তিনি আরও জানান, পুরো কাজটি গণপূর্ত অধিদপ্তর ময়মনসিংহের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ঠিকাদার নিয়োগ ও বাস্তবায়নে জেলা প্রশাসনের কোনো সম্পৃক্ততা নেই।
জেলা প্রশাসক আশ্বাস দিয়ে বলেন, “আমি নিজেও ২৪-এর চেতনাকে ধারণ করি ও লালন করি। ২৪-এর আদর্শের পরিপন্থী কোনো কাজ আমার দ্বারা হবে না।”