জেলা হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুর জেলা হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জেলা তাওহীদের উদ্যোগে হেযবুত তওহীদের জেলা কার্যালয়ে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় ।
কর্মী সম্মেলনে জামালপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি আনোয়ার হোসেন সভাপতিত্ব করেন। উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ বিভাগীয় রাজনৈতিক বিষয়ক সম্পাদক আতাউর রহমান উপস্থিত ছিলেন। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, জেলা অর্থ সম্পাদক এমদাদুল হক, জামালপুর জেলার নারী বিষয়ক সম্পাদক ফরিদা পারভীন, জামালপুর জেলার রাজনৈতিক বিষয়ক সম্পাদক শারমিন খানম, মেলান্দহ উপজেলা সভাপতি রাসেল বাবু সহ আরোও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য বিষয়ক সম্পাদক রাফিয়া নৌশিন এমেলি এবং সরিষাবাড়ি উপজেলা অনলাইন প্রচার বিষয়ক সম্পাদক লাভেয়া ইসলাম ঝুমা সম্মেলনটির সঞ্চালনা করেন ।