বিদ্যাসাগরকে সঙ্গে নিয়ে পালিত হলো শিক্ষক দিবস ও সর্বোপল্লী রাধাকৃষ্ণনের ১৩৮ তম জন্মজয়ন্তী।
আজ ৫ই সেপ্টেম্বর শুক্রবার, ঠিক দুপুর ১ টায়, কলেজ স্কোয়ার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে, বিদ্যাসাগর মূর্তির কাছ থেকে, পশ্চিমবঙ্গ আই এন টি ইউ সি সেবাদলের আহবানে এবং প্রমোদ পান্ডের উদ্যোগে, বিদ্যাসাগর কে সঙ্গে নিয়ে একটি সুন্দর বন্যাঢ্য পদযাত্রার মধ্য দিয়ে, শিক্ষক দিবস এবং রাধাকৃষ্ণনের ১৩৮ তম জন্মজয়ন্তী পালন করলেন।
এই শিক্ষক দিবস উপলক্ষে, কলেজ স্কোয়ার বই পাড়া থেকে শুরু করে হেয়ার স্কুল, হিন্দু স্কুল, হয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত সংস্কৃত কলেজ হয়ে বিদ্যাসাগরের মূর্তির সামনে শেষ করেন , প্রত্যেকের হাতে ছিল বিদ্যাসাগরের বর্ণপরিচয় বইটি। এবং স্বয়ং বই হাতে বিদ্যাসাগর মহাশয। শুধু তাই নয় কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান,
তিনি তীব্রভাবে আক্রমণ করলেন তৃণমূল সরকারকে, যারা শিক্ষাকে ধুলিস্যাৎ করতে বসেছে, শিক্ষা ব্যবস্থার টলমল করছে, যেকোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে শিক্ষা ব্যবস্থা ওই স্কুল কলেজ, সরকারি স্কুলে স্কুলে যেমন ছাত্র-ছাত্রী সংখ্যা কম তেমনি শিক্ষক নাই। ২৬ হাজার শিক্ষকের চাকরি আছে, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি ভরে গেছে, যোগ্যরা চাকরি পাচ্ছে না, আর তৃণমূল সরকারের আমলে ভুরি ভুরি অযোগ্যরা চাকরি পেয়েছে। এসব প্রতিচ্ছবি চোখের সামনে উঠে আসছে। পড়াশোনার বদলে চলছে খুন ধর্ষণ, নারীরা নিরাপদে নাই ছাত্র-ছাত্রীরা নিরাপদে নাই এমনকি তার বাবা-মায়েরাও নিরাপদে নয়, কারণ যতক্ষণ না স্কুল কলেজ থেকে তার ছেলেমেয়েরা বাড়ি ফিরছেন ততক্ষণ পর্যন্ত দুশ্চিন্তায় থাকেন।
তাই আমাদের রুখে দাঁড়াতে হবে, প্রতিরোধ করতে হবে। বিদ্যাসাগরের আদর্শকে আবার সামনে আনতে হবে। তাই আজ শোক দিবসে বর্ণপরিচয় নিয়ে বই পাড়া পরিদর্শন করলাম, বর্ণপরিচয় আমাদের শিক্ষা দিয়েছে আমাদের ভাষা দিয়েছে, আমরা মানুষ হতে পেরেছিলাম। কিন্তু আজ এমন একটি সরকার চলছে, যেখানে শিক্ষা ব্যবস্থা দূরের কথা মানুষ ন্যায় বিচার পাচ্ছে না। ছোট ছোট ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে ভয় পাচ্ছে, তাই আমাদের প্রধান লক্ষ্য, শিক্ষাব্যবস্থাকে সুন্দর করে গড়ে তুলতে হবে যেখানে ছোট ছোট ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ে ওঠে, ছাত্র-ছাত্রীরা নিরাপদে ইস্কুল যেতে পারে, শিক্ষক শিক্ষিকারা সেই সকল শিশুদের নিজের হাতে গড়ে তুলতে পারে, তাদের ভবিষ্যৎ গড়ে উঠে, কারণ শিক্ষক-শিক্ষিকারাই হচ্ছেন তৈরি করার কারিগর।
তাই আর নয়, জেগে উঠো সবাই, রুখে দাও ঘৃন্ন অপরাধ, পাড়ায় পাড়ায় প্রতিরোধ গড়ো। প্রতিবাদ করো অন্যায়ের বিরুদ্ধে , এটাই পশ্চিমবঙ্গ আই এন টি ইউ সি সেবা দলের সংকল্প।