ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট পরিচালনা ও ৯লক্ষ টাকা অর্থদণ্ড
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ,
ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ডোবালিয়াপাড়া সংলগ্ন পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ব্যতীত “ওয়াংশিয়াং ইন্ডাস্ট্রিজ লিমিটেড(এক্সটেনশন)” নামক পুরাতন ব্যাটারি ব্রেকিং কারখানা পরিচালনা করার অপরাধে ‘পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫(সংশোধিত ২০১০)’ এবং কঠিন ব্যর্জ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর সংশ্লিষ্ট ধারা ও বিধি মোতাবেক সর্বমোট ০৯,০০,০০০/-(নয় লক্ষ টাকা) অর্থদন্ড প্রদান ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
আজ ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এ মোবাইল কোর্ট পরিচালনা করেন মোঃ ইকবাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি), ভালুকা এবং প্রশিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের ইন্সপেক্টর মাহবুবুল ইসলাম।