যশোর অভয়নগর শুভরাড়া ফেরিঘাটের দৃশ্যটি দেখুন।
ইমাদুল ইসলাম, যশোর জেলা ( প্রতিনিধি )
শুভরাড়া ফেরীঘাটে জোয়ারে পানিতে ফেরিঘাটে ভুলে যাওয়ার কারণে মানুষও গাড়ি চলাচলের অসুবিধা হয়ে পড়ছে। যাত্রীরা জানাই ফেরি ঘাটে পল্টনের নিচের দিকে মাটি ভরাট করে। উঁচু করে দেয়ার জন্য অনুরোধ করছে ফেরি ঘাটের কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছে। যাতে মাল পরিবহন পারাপারের সুবিধা হতে পারে। যশোর অভয়নগর শুভরাড়া ফেরিঘাটে জোয়ারে পানিতে বারবার হতে অনেক অসুবিধে হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই ফেরি ঘাটে দ্রুতভাবে কাজ শুরু করতে হবে।