আশুলিয়ায় আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বিস্তারিত তথ্য চিত্রে
মোঃ আসিফুজ্জামান আসিফ :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাতের অনুষ্ঠানে আশুলিয়ার কাঠগড়ার দুর্গাপুর এলাকায় আয়োজন করেন আশুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন মন্ডল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মঈনউদ্দিন বিপ্লব। আলোচনা শেষে মরহুম কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে দেওয়ান মঈনউদ্দিন বিপ্লব বলেন,
“বিএনপির নামে কেউ মিথ্যা অপপ্রচার চালালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে সকল হত্যাকাণ্ড, খুন ও গুমের বিচার করা হবে।”
অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।