ফেইসবুক নেশা
কবি,তাছলিমা আক্তার মুক্তা
কদিন আগেও ছিলাম ভালো
ফোন ছিলোনা হাতে ,
সবাই সবার কাছের ছিলাম
খোঁজ খবরের সাথে ।
হঠাৎ করেই চলে এলো
সবার হাতে ফোন ,
আস্তে আস্তে দূরত্ব বাড়লো
পর হলো প্রিয়োজন ।
বাবা মায়ের লই’না খবর
খোঁজ করিনা ভাই-বোনে ,
স্বামীকেও আর দেইনা সময়
সময় দেইনা সন্তানে ।
জাদুর মোবাইল হাতে পেয়ে
ছাড়লাম লেখা লেখি ,
সকল কিছু ছেড়ে দিয়ে
ফেইসবুক শুধু দেখি ।
মোবাইল ফোনের নেশায় পড়ে
জীবন জীবীকা শেষ ,
পড়াশোনার বাচ্চা গুলো আজ
ইউটিউবে গড়েছে দেশ ।
ইউটিউব দেখে টিকটক করে
ভাইরাল হতে চায় সবে ,
মানবিকতা এখন হুমকির মুখে
আমাদের সন্তানের কি হবে ?
উড়া ধোড়া পোস্ট দেখে
ফেইসবুক নেশায় পড়ি,
ফেইসবুকে আছে সোনার হরিণ
আর টাকা কাঁড়ি কাঁড়ি ।