চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন ও রোগমুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি,
গণতন্ত্রের মা, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী ও দ্রুত রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে শুক্রবার বিকেলে শহরের টাউন ক্লাবে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সম্মানিত আহ্বায়ক জনাব গোলাম জাকারিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম কবির, চাঁপাইনবাবগঞ্জ সদর থানা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি কৃষিবিদ কামরুল আরেফিন বুলু, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপি সেক্রেটারি এ এইচ এম এম জামাল বাচ্চু, জেলা বিএনপির সদস্য ওবায়েদ পাঠান, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ রাজা, জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অসামান্য অবদান রেখেছেন। তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে তিনি জনগণের অধিকার ও উন্নয়নের জন্য কাজ করেছেন।
বক্তারা আরো বলেন, দেশের গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয়তা আজ আরো বেশি অনুভূত হচ্ছে। তাঁরা দেশবাসীর কাছে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।
মাহফিল শেষে কোরআন তেলাওয়াত, মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।