গফরগাঁওয়ে বিএনপির সাবেক আহবায়কের বাড়িতে অগ্নিকাণ্ড,ভস্মীভূত হলো মুক্তিযোদ্ধার স্মৃতিচিহ্ন
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের ভারইল গ্রামে বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম নাজমুল হকের বাড়িতে আগুন লেগে রান্নাঘরসহ দুটি ঘরের পাঁচটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৫ আগস্ট) ভোরে অজ্ঞাত দুর্বৃত্তরা তালাবদ্ধ ঘরে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ঘরের আসবাবপত্র, মূল্যবান কাগজপত্রসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি, কারণ ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না।
মরহুম নাজমুল হকের ছোট ছেলে অ্যাডভোকেট নাদিমুল হক নাদিম বলেন, “সবচেয়ে কষ্ট হচ্ছে বাবার স্মৃতিচিহ্নগুলো হারিয়ে গেছে। কোটি টাকা দিয়েও এ ক্ষতি পূরণ হবে না।” খবর পেয়ে তিনি ও বড় ভাই সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক বাড়িতে এসে পোড়া অবস্থা দেখে হতবাক হয়ে যান।
ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করলে গফরগাঁও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে সকাল ৬টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সাব-অফিসার মোঃ আনোয়ার হোসেন জানান, প্রতিটি রুমের সব মালামাল পুড়ে গেছে, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্তের পর জানা যাবে।
স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই এ ঘটনা ঘটতে পারে। গফরগাঁও থানার ওসি মোঃ বাচ্চু মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ২৯ এপ্রিল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গফরগাঁওয়ে জনসভা শেষে মরহুম নাজমুল হকের এ বাড়িতে এসে বিশ্রাম নেন।