৭৮তম স্বাধীনতা দিবসে, ভারতীয় যুব মোর্চা, তিরঙ্গা বাইক র্যালি করলেন।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস ,কলকাতা, পশ্চিমবঙ্গ,
আজ ১৬ই আগস্ট শনিবার, ১৫ ই আগস্ট শুক্রবার স্বাধীনতা দিবসকে সামনে রেখে, তিলোত্তমার প্রতি শ্রদ্ধা , ভালোবাসা, এবং এক বছর কেটে গেলো ন্যায় বিচার না পাওয়ায়, দোষীদের শাস্তি না পাওয়ায়, এবং পুনরায় পুলিশ প্রশাসনের দ্বারা অভয়ার মায়ের উপর অত্যাচার ঘটায়, বিজেপির ভারতীয় যুব মোর্চা, একটি তিরঙ্গা বাইক র্যালির মধ্যে অভয়ার প্রতি শ্রদ্ধা জানালেন ও প্রতিবাদ জানালেন।
এই বাইক র্যালি শুরু হয় ঠিক বিকেল তিনটায়, মৌলালির রামলীলা পার্ক থেকে শুরু করে শিয়ালদা, রাজাবাজার, মানিকতলা , খান্না ,শ্যামবাজার হয়ে আর জি করের সামনে দিয়ে টালা ব্রীজে গিয়ে শেষ করেন। প্রায় একশোরও বেশি বাইক এই র্যালিতে অংশগ্রহণ করেন। এই র্যালি শান্তিপূর্ণভাবে শেষ হয়,
এই র্যালিতে নেতৃত্ব দেন বিজেপির তাপস রায়, তিনি উপস্থিত থেকে এই রেলিকে পরিচালনা করেন, রামলীলা পার্কে যখন সবাই বাইক নিয়ে জমায়েত হচ্ছিল, ঠিক সেই সময় পুলিশ অফিসারেরা কিছুটা বাধা দেন, আলোচনার মধ্য দিয়ে বিজেপি যুব মোর্চারা বলেন, আমরা র্যালি করবো এবং সেটা শান্তিপূর্ণ, আপনাদের পারমিশন নেয়ার দরকার কি, আপনারা তো দেন না, তাই আমরা অভয়ার ওপর এবং তার মায়ের উপর যে ধরনের অত্যাচার চালানো হচ্ছে তার বিরুদ্ধে আমরা সারা কলকাতায় মিছিল মিটিং চালিয়ে যাব।, আজও আমরা এই মিছিল করবো, আপনারা যদি সহযোগিতা করেন ভালো, না করলেও আমরা মিছিলে এখান থেকেই নিয়ে যাব।।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে, তাপস রায় জানালেন, এবং প্রশাসনের দিকে আঙ্গুল তুলে বললেন, ওনারা বিজেপিকে পারমিশন দেয় নাকি, ওদের পারমিশন নিয়ে আমাদের করতে হবে, উনারা টি এম সির দাস, তাহারা যেভাবে বলবেন, সেই ভাবেই ওনারা কাজ করবে, না হলে নয় আগস্ট, কিভাবে অভয়ার মায়ের উপর হাত তুলতে পারে তাকে আহত করতে পারে, কিন্তু একটার কথা জেনে রাখা দরকার, ভারতীয় জনতা পার্টি কাউকে পরোয়া করে না, অন্যায়ের বিরুদ্ধে লড়ছে, আর লড়ে যাবে, আজ যুব মোর্চার র্যালি করছে, অন্যায়ের,বিরুদ্ধে তাদের নিজেদের স্বার্থে নয়, আর অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে আমাদের বিজেপি কর্মীর ছেলেরা মার খাচ্ছে , তাতেও কিন্তু পিছুপা হয়নি, আর যতদিন না, অভয়া ন্যায়বিচার পাবে যে আন্দোলন চলতে থাকবে।