সালথায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
মোঃ ইলিয়াছ খান
সালথা ফরিদপুর প্রতিনিধি:
দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ , সংরক্ষণ উন্নয়ন, এবং ঠিক টেকসই উন্নয়নের জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে অভয়াশ্রমড়ে তুলি, দেশি মাছে ভরি দেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথা জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে ১৮ থেকে ২৪ আগ স্ট জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৮ আগস্ট) সকল ১০ টায় উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য রল্যালি বের হয়। পরে উপজেলা হল রুমে আলোচনা সভা, এবং উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য কর্মকর্তা শাহ মোহাম্মদ শাহরিয়ার জামান সাবু। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান বালী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি অফিসার সুদর্শন শিকদার, প্রকল্প অফিসার হুমায়ূন কবির, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউল হক,প্রণী সম্পাদক কর্মকর্তা খায়ের উদ্দিন আহমেদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ও মৎস্যজীবিরা। উক্ত অনুষ্ঠানে বক্তারা দেশি মাছ সংরক্ষণ, অভয়া আশ্রম প্রতিষ্ঠান ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাস উৎপাদন বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। দেশে মাছ রক্ষা ও উৎপাদন বৃদ্ধি করলে পোস্টটি চাহিদার পূরণ হবে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা সভা শেষে মৎস্য চাষীদের বিশেষ অবদান রাখা শ্রেষ্ঠ চাষী উদ্যোক্তা ও কর্মকর্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া পুকুরে মাছের পোনা উন্মুক্ত করা হয়।
অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা করেন সাইফুল্লাহ আল নোমান, অফিস সহকারী কম্পিউটার এবং সার্বিক তত্ত্বাবধানে মোঃ সবুজ সেখ, মাঠ সহকর্মী মৎস অফিস।